শিল্প ও সংস্কৃতি

শতবর্ষের আলোকচিত্রে বান্দরবানের ইতিহাস: ‘নিজ চোখে, নিজ ভূমিতে’ প্রদর্শনী শুরু আজ

বান্দরবান শহরের রাজার মাঠে আজ মঙ্গলবার (১৩ মে) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী এক বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। ‘নিজ চোখে, নিজ ভূমিতে’ শিরোনামে আয়োজিত এই প্রদর্শনীতে তুলে ধরা হবে ১৯০৯ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত তোলা শতবর্ষের দুর্লভ কিছু আলোকচিত্র।

আয়োজক সংস্থা দৃক জানায়, বিকেল ৪টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী, মানবাধিকারকর্মী ও দৃকের প্রতিষ্ঠাতা ড. শহিদুল আলম।

এই আয়োজনের পেছনে রয়েছে বাংলাদেশের আলোকচিত্র ঐতিহ্য পুনরুদ্ধারের প্রয়াস। ২০১৭ সালে ‘দৃক পিকচার লাইব্রেরি’ বাংলাদেশের বিস্মৃত আলোকচিত্র ইতিহাসের ওপর একটি গবেষণার সূচনা করে। তারই ধারাবাহিকতায় বান্দরবানের আলোকচিত্র ঐতিহ্য ও এর আদিবাসী জনপদের চিত্র তুলে ধরতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

গবেষক দল স্থানীয় আদিবাসী আলোকচিত্রীদের কাজ, ক্যামেরা প্রযুক্তির সঙ্গে তাদের সম্পর্ক এবং মৌখিক ইতিহাস সংগ্রহ করেছে। এই গবেষণালব্ধ ছবি, গল্প ও ইতিহাস নিয়ে গঠিত হয়েছে প্রদর্শনীর মূল বিষয়বস্তু।

প্রদর্শনীতে জেলার আটজন আদিবাসী আলোকচিত্রীর কাজ স্থান পেয়েছে—মংঙোয়ে প্রু, বুদ্ধজ্যোতি চাকমা, চ থুই প্রু মারমা, নু শৈ প্রু, চিন্ময় মুরং, চিংশোয়েপ্রু (বাচিং), মং শৈ ম্রাই এবং মংবোওয়াচিং মারমা।

প্রদর্শনী চলাকালীন দৃকের পরিচালক, নৃবিজ্ঞানী ও লেখক রেহনুমা আহমেদ উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানান।

১৩ মে উদ্বোধনের পর, ১৪ মে থেকে ১৬ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

Back to top button