আঞ্চলিক সংবাদ

মিরসরাইয়ে ত্রিপুরা আদিবাসী কিশোরীকে ধর্ষণচেষ্টা

আইপিনিউজ ডেস্ক: মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে ৯ম শ্রেনীর এক ত্রিপুরা আদিবাসী কিশোরীকে নিজ বাড়িতে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গিয়েছে।

ভুক্তভোগী কিশোরীর মা ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে , মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মধ্য টিলা, কয়লা বাজার এলাকায় রবিবার বিকাল আনুমানিক  ৫’টার দিকে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত আবুল কাশেম কিশোরীকে পানি পানের কথা বলে রান্না ঘরে ঢুকে একা পেয়ে  মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায় । এ সময় কিশোরীর পরিধেয় জামা-কাপড় ছিঁড়ে ফেলে অভিযুক্ত আবুল কাশেম।

এ ঘটনায় সোমবার দুপুরে জোরারগঞ্জ থানায় মামলা করতে এলে  ভিকটিম, তার মা বাবাসহ  শতাধিক আদিবাসী উপস্থিত হন। এদের মধ্যে গণমাধ্যমের সাথে কথা বলে অভিযুক্ত আবুল কাশেমকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বক্তব্য দেন পঞ্চরায় ত্রিপুরা, পাতা রানী ত্রিপুরা,  পপি ত্রিপুরা, মনিকা ত্রিপুরা, জুলিয়া ত্রিপুরা, কমল ত্রিপুরা,শুভ ত্রিপুরা, সুমন ত্রিপুরা, পরিতোষ ত্রিপুরা। বক্তব্যে সোমবার দুপুরে এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করা হয় এবং পুলিশের মাধ্যমে আসামীকে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

মামলার বাদি ভিকটিম এর মা অভিযোগ করেন, আমার মেয়ে নবম শ্রেণীর ছাত্রী। আসামী আমার একই গ্রামের বাসিন্দা। আসামী বিভিন্ন সময়ে আমাদের এলাকায় বিভিন্ন বাড়ীতে আসা যাওয়া করে। আসামী একজন নারী লোভী লম্পট প্রকৃতির লোক। গত ১১ মে  বিকালে আমার স্বামী বাড়ীর পার্শ্ববর্তী পাড়ার দোকানে ছিল এবং আমি লেবুর বাগানে কাজে ছিলাম। ঘরে আমার মেয়ে একা ছিল। বিকাল অনুমানিক ৫টার সময় আমার বসতগৃহের রান্না ঘরের ভিতরে প্রবেশ করে  আসামী আমার মেয়ের নিকট পানি চায়। আমার মেয়ে আসামীকে পানি পান করার জন্য পানি দেয়। পানি পান করা শেষে আমাদেরকে ঘরে না দেখে আসামী আমার মেয়েকে একা পেয়ে ঝাপটে ধরে এবং আমার মেয়ের পরিহিত কাপড়-চোপড় টানা হেচড়া করে ধর্ষণ করার চেষ্টা করে গায়ের পোষাক ছিড়ে ফেলে। আমার মেয়ে চিৎকার করলে আসামী পালিয়ে যায়।

ভুক্তভোগী কিশোরীর মা বলেন, এই ঘটনায় থানায় অভিযোগ করতে বের হলে সন্ধ্যায় কয়লা বাজারে কিছু লোক আমাদের বাঁধা দিয়ে পরে স্থানীয়ভাবে মীমাংসা করে দিবে বলে থানায় যেতে দেয়নি। এরপর রবিবার সন্ধ্যা ৭টায় বারইয়ারহাট পৌরসভার বিএম হাসপাতাল এলাকায় গেলে আবারও বাঁধা দেওয়া হয়। আমি সোমবার দুপুরে জোরারগঞ্জ থানায় গিয়ে এ ঘটনায় মো. আবুল কাশেমকে আসামী করে মামলা করেছি।

 এদিকে জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম ও সদস্য সচিব লায়ন মোঃ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জোরারগঞ্জ থানার আওতাধীন ১নং করেরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ধর্ষণচেষ্টায় অভিযুক্ত মোঃ আবুল কাশেমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, করেরহাট ইউনিয়নের কয়লা এলাকায় নবম শ্রেণী পড়ুয়া এক ত্রিপুরা কিশোরীকে ধর্ষণ চেষ্টার বিষয়টি জেনে রবিবার রাতেই সেখানে পুলিশের একটি পরিদর্শন টিম পাঠানো হয়েছে । প্রাথমিকভাবে ওই ঘটনার সত্যতা পাওয়া গেছে। সোমবার বিকেলে ওই কিশোরীর মা বাদী হয়ে আবুল কাশেমকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দিলে তা মামলা হিসেবে রেকর্ড করা হয়। অভিযুক্ত আবুল কাশেমকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

Back to top button