চট্টগ্রামে আদিবাসী পোশাক শ্রমিকের মৃত্যু: অসুস্থ অবস্থায় কাজ করানোর অভিযোগ কারখানার বিরুদ্ধে

চট্টগ্রামের সিইপিজেড এলাকায় অবস্থিত এলসিবি (LCB) গার্মেন্টসের ফিনিশিং হেলপার পদে কর্মরত ছিলেন উৎপল তঞ্চঙ্গ্যা নামের এক আদিবাসী পোশাক শ্রমিক। ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পরও বারবার ছুটি চেয়েও অনুমতি না পাওয়ায় তিনি গুরুতর অসুস্থ অবস্থায় কাজ চালিয়ে যেতে বাধ্য হন। অবশেষে তীব্র শারীরিক দুর্বলতার মধ্যে ছুটি পেয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে, রাঙামাটির রাজস্থলী উপজেলার বাসিন্দা উৎপল প্রথমবার গত ২৭ এপ্রিল (রবিবার) ডায়রিয়ার কারণে ছুটি চেয়ে আবেদন করেন, কিন্তু কর্তৃপক্ষ তা নাকচ করে। শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় পরদিন ২৮ এপ্রিল (সোমবার) সকালে দ্বিতীয়বার ছুটি চান তিনি। তবু ছুটি না দিয়ে তাকে কাজে যেতে বাধ্য করা হয়। এরপর দুপুর ১:০০টার দিকে তার শরীরের অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়লে তিনি কান্নাজড়িত কণ্ঠে তৃতীয়বার ছুটির আবেদন করেন। অবশেষে বিকেল চারটায় ছুটি পেলেও তখন উৎপলের শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তিনি নিজের পায়ে দাঁড়াতেও পারছিলেন না।
তার শারিরীক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে দ্রুত বেপজা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ ঘটনায় এলসিবি গার্মেন্টসের বিরুদ্ধে শ্রমিকের প্রতি চরম অবহেলা ও অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। অনেকেই বলছেন, এটি নিছক অবহেলা নয়, বরং একটি কাঠামোগত নিষ্ঠুরতার উদাহরণ। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে—অনেকেই ঘটনাটিকে ‘প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করে দোষীদের জবাবদিহি নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্ত ও কঠোর বিচার দাবি করেছেন।