আঞ্চলিক সংবাদ

নওগাঁ জেলা জাতীয় আদিবাসী পরিষদের সম্মেলন অনুষ্ঠিত: নেতৃত্বে মার্টিন মূর্মূ, অজিত মুন্ডা ও বাসন্তী উরাও

আইপিনিউজ, নওঁগা প্রতিনিধি:“আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠন কর, জাতীয় বাজেটে সমতলের আদিবাসীদের জন্য উন্নয়ন বাজেট বৃদ্ধি কর” এই দাবিতে জাতীয় আদিবাসী পরিষদের নওগাঁ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে মার্টিন মূর্মূ সভাপতি, অজিত মুন্ডা সাধারণ সম্পাদক ও বাসন্তী উরাও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ ২৫ এপ্রিল ২০২৫ (শুক্রবার) দুপুর ১২ টায় নওগাঁ শহরের মুক্তির মোড় থেকে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্যারিমোহন লাইব্রেরি চত্বরে এসে শেষ হয় এবং জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাতীয় সংগীত পরিবেশন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সম্মেলনে আদিবাসী পরিষদের নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক মার্টিন মূর্মূর সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কি ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, তথ্য ও গবেষণা মানিক সরেন, দপ্তর সম্পাদক নকুল পাহান, কেন্দ্রীয় সদস্য রবিউল টুডু, মান্দা উপজেলা শাখার সভাপতি নিরেন এক্কা, সাধারণ সম্পাদক প্রশান্ত পাহান, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিতাই পাহান, মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি দিলীপ পাহান, সাধারণ সম্পাদক যোগেশ উড়াও, নারী নেত্রী বাসন্তী উরাও, জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার উপদেষ্টা জয়নাল আবেদীন মুকুল, একুশে পরিষদ সহ-সাধারন সম্পাদক নাইস পারভিন, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পলাশ পাহান, নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক চঞ্চল পাহান প্রমূখ।

সম্মেলনে সর্বসম্মতিতে মার্টিন মূর্মূ সভাপতি, অজিত মুন্ডা সাধারণ সম্পাদক ও বাসন্তী উরাওকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ- সভাপতি দেবেন্দ্রনাথ পাহান, নকুল পাহান, সহ-সাধারণ সম্পাদক যোগেশ উরাও, সহ-সাংগঠনিক সম্পাদক নিতাই পাহান, দপ্তর সম্পাদক পরেশ টুডু, অর্থ সম্পাদক পলাশ পাহান।

Back to top button