আঞ্চলিক সংবাদ

ইউপিডিএফ কর্তৃক অপহৃত চবির ৫ শিক্ষার্থীর মুক্তির দাবিতে রাঙ্গামাটি কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আইপিনিউজ ডেক্স(ঢাকা): আজ ২২ এপ্রিল, ২০২৫ খ্রিঃ(মঙ্গলবার), খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে ইউপিডিএফ কর্তৃক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী অপহরণের ঘটনায় পিসিপি, রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে পিসিপি রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার সভাপতি সজল চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জ্ঞান চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটি সরকারি কলেজ শাখা পিসিপির সাংগঠনিক সম্পাদক করুন জ্যোতি চাকমা। এছাড়াও সংহতি বক্তব্য প্রদান করেন রাঙ্গামাটি সরকারি কলেজ শাখা পিসিপির সহ-সভাপতি সচিব চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি সরকারি কলেজ কমিটির সাংগঠনিক সম্পাদক সূচনা চাকমা।

স্বাগত বক্তব্যে করুন জ্যোতি চাকমা বলেন, বিভিন্ন মহল থেকে বারবার দাবি জানানো সত্বেও ইউপিডিএফ অপহৃত শিক্ষার্থীদের মুক্তি দিচ্ছে না। এতে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি ঘোলাটে হয়ে যাচ্ছে। নিরাপত্তা বাহিনী উদ্ধার অভিযানের নামে বিভিন্ন জায়গায় সাধারণ জনগণকে হয়রানি করছে। এর দায় ইউপিডিএফকে নিতে হবে। জাতির মেধাবী প্রজন্মকে এভাবে অপরাজনীতির বলির পাঠা বানিয়ে জাতি কয়েকশত বছর পিছিয়ে যাবে। এর জন্য ইউপিডিএফকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ ঘটনায় পুরো জুম্ম জাতি লজ্জিত।

সংহতি বক্তব্যে সচিব চাকমা বলেন, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী অপহরণ করে ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামের রাজনীতিতে কলঙ্কময় অধ্যায় রচনা করলো। এ ধরণের ঘৃণ্য রাজনীতির চর্চা আপামর মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।

অপর সংহতি বক্তা সূচনা চাকমা বলেন, অপহরণের পর ৬দিন পেরিয়ে গেছে। চারিদিকে তুমুল প্রতিবাদ হচ্ছে। তবুও ইউপিডিএফ শিক্ষার্থীদের মুক্তি দিচ্ছে না। এদিকে অপহৃতদের মা-বাবা ও আত্মীয় স্বজনেরা গভীর উৎকন্ঠায় দিনাতিপাত করছে। ইউপিডিএফের পক্ষ থেকে অভিভাবকদের ডাকা হয়েছে কিন্তু তারপর থেকে কোন খবর পাওয়া যাচ্ছে না। যারা এই অপহরণের ঘটনার প্রতিবাদ করছে তাদেরকে নানাভাবে হুমকি প্রদান করা হচ্ছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি অপহৃত শিক্ষার্থীদের অক্ষত অবস্থায় দ্রুত মুক্তির দাবি জানান।

সভাপতির বক্তব্যে সজল চাকমা বলেন, আজকে পার্বত্য চট্টগ্রামে কারোই নিরাপত্তা নেই। একদিকে ‘অপারেশন উত্তরণ’ এর নামে সেনাশাসন, আরেকদিকে চুক্তি বিরোধী বিভিন্ন তাঁবেদার গোষ্ঠীর অপতৎপরতায় পার্বত্য চট্টগ্রামের কার্যত কারাবন্দী। এসব তাঁবেদার গোষ্ঠীসমূহ শাসকগোষ্ঠীর এজেন্ডাকে বাস্তবায়ন করছে। আজকে ৬দিন পার হয়ে গেলেও ইউপিডিএফ কর্তৃক অপহৃত চবির পাঁচ শিক্ষার্থীর কোনো হদিস নেই। তারা কোথায় আছে? কিভাবে আছে আমরা জানতে পারছিনা। আজকে শুধু শিক্ষার্থী অপহরণ নয়, ২০০১ সালে তিন বিদেশি অপহরণ করে ইউপিডিএফ পার্বত্য রাজনীতিকে যেমন কলুষিত করেছে। চুক্তি বিরোধী ইউপিডিএফের ক্ষমা নাই।

তিনি অনতিবিলম্বে অপহৃত শিক্ষার্থীদের সুস্থ শরীরে ও বিনাশর্তে মুক্তি দেয়ার দাবি জানান অন্যথায় কঠোর কর্মসূচী দেওয়ার হুশিয়ারি দেন।

Back to top button