ধর্ষণের প্রতিবাদে মিছিল ও সমাবেশে প্রশাসনের বাধা: বিএমএসসির বিবৃতি

মারমা তরুণী ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে গেলে প্রশাসনের বাধা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল।
সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, গত ১৭ এপ্রিল ২০২৫ খ্রিঃ (বৃহস্পতিবার) কাউখালী উপজেলার আম্রং(বড়ডলু পাড়া) এ আনুমানিক রাত ১.৩০ টা নাগাদ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে এক আদিবাসী মারমা তরুণীকে(২০) তুলে নিয়ে গিয়ে রাতভর ধর্ষণ ও নির্যাতন করে মোঃ ফাহিম নামক এক সেটেলার বাঙ্গালির বিরুদ্ধে।
এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল(বিএমএসসি), রাঙ্গামাটি জেলা কমিটি কর্তৃক ১৯ এপ্রিল ২০২৫ সকাল: ১০.০০ ঘটিকায় কুমার সুমিত রায় জিমনেশিয়াম মাঠ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করার সিন্ধান্ত গৃহীত হয়।
বিবৃতিতে বলা হয়, উক্ত সিদ্ধান্ত মোতাবেক আমরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে গেলে প্রশাসন অবগত করে যে, মারমা সংস্কৃতি সংস্থা(মাসস) কর্তৃক আয়োজিত সাংগ্রাই জল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত উপস্থিত থাকার মর্মে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার আশঙ্কায় ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে বাধা প্রদান করে। ফলশ্রুতিতে, বিএমএসসি রাঙ্গামাটি জেলা কমিটি প্রশাসনের বাধার মুখে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশটি স্থগিত করতে বাধ্য হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ধর্ষক মোঃ ফাহিমকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল (বিএমএসসি), রাঙ্গামাটি জেলা কমিটি রাঙ্গামাটির সর্বস্তরের ছাত্র জনতাকে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবে।