আঞ্চলিক সংবাদ

কাউখালীতে এক জুম্ম তরুণীকে গণধর্ষণের ঘটনায় পিসিপি ও এইচডব্লিউএফের ক্ষোভ ও বিচার দাবি

আইপিনিউজ ডেক্স(ঢাকা): গত ১৬ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দে (সোমবার) দিবাগত রাতে এক আদিবাসী মারমা তরুণীকে(২০) পিতা-মাতার সামনে অস্ত্রের মুখে তুলে নিয়ে গিয়ে রাতভর ধর্ষণ করে এক দল সেটেলার বাঙ্গালি। মো. ফাহিম নামে এক যুবকের নেতৃত্বে এই ধর্ষণ ঘটনা সংঘটিত হয় বলে জানা যায়। এই ঘটনায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন তীব্র নিন্দা এবং ধর্ষণকারীর বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। এক যুক্ত বিবৃতিতে এই দাবি জানায় সংগঠন দু’টি।
বিবৃতিতে বলা হয়, সোমবার মধ্যরাত আনুমানিক ১২ ঘটিকার দিকে মোটরসাইকেল যোগে দুই(২) জন যুবক এসে তরুণীটিকে অস্ত্রের মুখে জিম্মি করে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে কোন এক অজ্ঞাত জায়গায় এক দল সেটেলার যুবক কর্তৃক রাতভর সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হয় তরুণীটি। গত ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে ভুক্তভোগী তরুণী ঐ জায়গা থেকে পালিয়ে প্রায় মুমূর্ষু অবস্থায় কাউখালি থানায় গিয়ে পুলিশের শরণাপন্ন হয়। পুলিশ ভুক্তভোগী তরুণীর অভিযোগ পেয়ে তার (তরুণী) পিতাকে থানায় ডেকে আনে।
বিবৃতিতে আরো বলা হয়,  থানায় ভুক্তভোগী তরুণীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মেডিক্যাল চেক-আপ ও চিকিৎসার জন্য তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ ঘটিকার দিকে সেনাবাহিনী ও পুলিশ দুইটি জিপ গাড়িতে করে এলাকায় ভুক্তভোগীর বাড়ি এসে মা-বাবা ও প্রতিবেশীদের আশ্বাস দেয়, অভিযুক্ত আসামি কে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। কিন্তু ঘটনার দুই (২) দিন অতিবাহিত হওয়ার পরও এখনো পর্যন্ত চিহ্নিত ধর্ষকদের গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ প্রশাসন। জানা যায় যে, ধর্ষণ ঘটনাটি ধামাচাপা দিতে ফেসবুকে পোস্ট দিতে পুলিশের পক্ষ থেকে বারণ করা হয় ভুক্তভোগী পরিবারকে।
পিসিপি’র তত্য ও প্রচার সম্পাদক অন্বেষ চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে আরো বলা হয়, পার্বত্য চট্টগ্রামে জুম্ম আদিবাসী নারী ও শিশুদের ওপর নিপীড়ন, লাঞ্চনা, অত্যাচার, ধর্ষণ ও হত্যা ক্রমশ বেড়েই চলেছে। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন মনে করে, নারী ও শিশুর ওপর যে হারে নির্যাতন বৃদ্ধি পাচ্ছে তা প্রশাসনের উদাসীনতা ও বিচারহীনতা সংস্কৃতিরুই প্রতিফলন। কাউখালীতে মারমা তরুণীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. ফাহিম ও তার গংদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিতকরণের জন্য পিসিপি ও এইচডাব্লিউএফ প্রশাসনের কাছে দাবি জানায়।

Back to top button