আঞ্চলিক সংবাদ

বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ‘অক্সিজেনের অভাবে’ শিশুর মৃত্যু

আইপিনিউজ ডেক্স(ঢাকা): রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘অক্সিজেনের অভাবে’ রিমলি চাকমা নামে এক মাসের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

শিশুটির বাবা রিটন চাকমা ও স্বজনরা অভিযোগ করে বলেন, হাসপাতালে কোনো অক্সিজেন সিলিন্ডার না থাকায় যথাসময়ে চিকিৎসা দেওয়া হয়নি। পরে বিকল্প উপায়ে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেও বাঁচানো যায়নি।

কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক অনুপম চাকমা বলেন, গাড়ির চাকা ও ব্যাটারি নষ্ট তাই রোগী পরিবহন সেবা বন্ধ রয়েছে, আরএমও স্যার নেই তাই টাকার জন্য চাকা-ব্যাটারি নিতে পারছি না। আমার ব্যক্তিগত টাকা থাকলে আমি কিনে নিতাম।

 

Back to top button