
আইপিনিউজ ডেক্স(ঢাকা): পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সম্মানিত সদস্য ও সাবেক গেরিলা নেতা স্নেহ কুমার চাকমা গতকাল রাত আনুমানিক ১১:২০ ঘটিকায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এবং পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সৌরভ চাকমার পিতা আজ সকাল আনুমানিক ৭ ঘটিকায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তাদের মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করছে। এক বিবৃতিতে এ শোক ও শ্রদ্ধা জানায় সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, স্নেহ কুমার চাকমা পার্বত্য চট্টগ্রামের জুম্মদের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার লড়াই-সংগ্রামী আজীবন নিবেদিত ছিলেন। তার সংগ্রামী আদর্শ অধিকারকামী জুম্ম জনগণ আজীবন স্মরণে রাখবে। তিনি তরুণ সমাজের অনুপ্রেরণা হয়ে লড়াই-সংগ্রামের প্রতীক হিসেবে জুম্ম ছাত্র সমাজের চেতনায় বেঁচে থাকবেন।