শিক্ষাশিল্প ও সংস্কৃতি

আদিবাসী জনগোষ্ঠী গ্রান্ট ২০২৫-এর বিজয়ী জাজং নকরেক

আবিমার (পড়ুন মধুপুরের) গারো তরুণ জাজং নকরেক এবারের আদিবাসী জনগোষ্ঠী গ্রান্ট ২০২৫-এর বিজয়ী। গতকাল (১৭, ফেব্রুয়ারি) দৃক-এর এক ফেইসবুক পোস্টে এই তথ্য জানানো হয়।  

বিজয়ী জাজং নকরেক এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “আমি খুবই আনন্দিত এবং আমি আশা করছি এটা আমার কাজ করার গতি আরও বাড়াবে।” 

তিনি আরও বলেন, “আমি আদিবাসীদের নিয়েই কাজ করতে চাই, এই যে ধরেন মধুপুর! আমাদের আবিমা! আমার মনে হয় এখানে কাজ করার অনেক স্কোপ আছে। জাতীয় ইস্যু, রাজনীতি, উৎসব… এসব নিয়ে কাজ করার মানুষের অভাব নেই। কিন্তু আমাদের কথা! কে বলবে?” 

তিনি আরও জোর দিয়ে বলেন, “আমি আদিবাসীদের জীবন, আদিবাসীদের সংগ্রাম, আদিবাসীদের বেঁচে থাকার গল্প— এসব নিয়ে আরও কাজ করতে চাই। আর যেহেতু এটা একটা মেন্টরশিপ গ্রান্ট, আমি আশা করছি আমি আরও সমৃদ্ধ হবো।”

এই অপতথ্যের যুগে ফটো সাংবাদিকরা রাখছে লড়াকু ভূমিকা। তাদের তোলা ছবি হয়ে উঠছে স্বৈরাচারের বিরুদ্ধে, নিপীড়কদের বিরুদ্ধে এক প্রতিবাদের ভাষা ও সময়ের দলিল। এই অবদানকে উদযাপন করতে এবং এই লড়াইকে শাণিত করতে ২০২২ সালে দৃক প্রথম শুরু করে বাংলাদেশ প্রেস ফটো কন্টেস্ট। মোট তিনটি ক্যাটাগরি করা হয় আর্ট কালচার এন্ড স্পোর্টস, পলিটিক্স, এবং পাবলিক ইন্টারেস্ট জার্নালিজম। 

এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে, বাংলাদেশ প্রেস ফটো কন্টেস্ট প্রথম প্রবর্তন করে আদিবাসী জনগোষ্ঠী গ্রান্ট-এর। যার টাইটেল থাকে ‘ফটোজার্নালিজম ইন দ্য মার্জিনস্‌। প্রথম দুই বছর এই গ্রান্টটি কেবল পার্বত্য চট্টগ্রামের আদিবাসী এবং বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য প্রযোজ্য থাকলেও এই বছর থেকে বাংলাদেশের সমতল বা পাহাড়ের যে কোনো আদিবাসী তরুণ আলোকচিত্রীর জন্য আবেদন উন্মুক্ত করা হয়।

Back to top button