আঞ্চলিক সংবাদ

খোলা আকাশের নিচে সাজেকের লুসাই ত্রিপুরা আদিবাসীরা: পুড়ে গেছে ৩৫ টি বসতঘর

গত ২৪ ফেব্রুয়ারী সাজেকের ভয়াবহ অগ্নিকাণ্ডে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের বেশ কয়েকটি ঘরবাড়ি পুড়ে গেছে। এতে ত্রিপুরা এবং লুসাই সম্প্রদায়ের বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকৃতির ভারসাম্য রক্ষা করে এবং আদিবাসীদের জ্ঞান অনুসারে ফাঁক ফাঁক করে ঘরবাড়িগুলো নির্মাণ করলে এই অগ্নিকান্ডে এত ক্ষতিগ্রস্ত হতো না বলে অনেকে অভিমত ব্যক্ত করেছেন। প্রকৃতিকে অস্বীকার করে ও আদিবাসী জ্ঞানকে উপেক্ষা করে শুধুমাত্র আর্থিকভাবে লাভের চিন্তা করে এ ধরনের বস্তির মতো ঘরবাড়ি ও কটেজ নির্মাণের ফলে এই অগ্নিকান্ডে এত ভয়াবহ ক্ষতি সাধিত হয়েছে বলে অভিজ্ঞ মহল মত প্রকাশ করেন।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আদিবাসী পরিবার। ছবি: সংগৃহীত

সাজেকের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারসমূহ:

ত্রিপুরা সম্প্রদায় – ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবার।

১/ মিঠুন ত্রিপুরা; ২/ ববিন ত্রিপুরা; ৩/ মঞ্জিরি ত্রিপুরা; ৪/ জসিম ত্রিপুরা; ৫/ খুশি রাম; ৬/ বিশ্ব বাবু ত্রিপুরা; ৭/ রঞ্জন ত্রিপুরা ; ৮/ মুখ সে ত্রিপুরা; ৯/সুমন ত্রিপুরা; ১০/ রসরঞ্জন ত্রিপুরা; ১১/ জাপান মালা; ১২/ সুতো মনি; ১৩/ ডব লাল; ১৪/ ধন বাবু; ১৫/ সন্তোষ ত্রিপুরা; ১৬/ বীরবসু; ১৭/কই মিনি; ১৮/ গালাং ত্রিপুরা; ১৯/ কইরি ত্রিপুরা।

লুসাই সম্প্রদায় – ক্ষতিগ্রস্ত ১৬ টি পরিবার:

১/ জেরি লুসাই; ২/ জামই বুড়া; ৩/ যে মা; ৪/ মান হুন; ৫/ রেংগা; ৬/ চাওয়া; ৭/ বাল ভুয়ান; ৮/জামা; ৯/ মারুয়াটি; ১০/ সেনি লুসাই; ১১/ মাম্পুই; ১২/ থানা লুসাই; ১৩/ নাইজওয়ালা; ১৪/ ওয়া তুই রাম; ১৫/তন লুইয়া; ১৬/ ডেবিট লুসাই

এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন মানবিক সহায়তার অপেক্ষায় রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দাতা সংস্থাগুলো দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করা যাচ্ছে।

Back to top button