শিল্প ও সংস্কৃতি

ভালোবাসার নতুন গারো গান ‘সেংসোয়েঙ্গা’ নিয়ে সবুজ মাঝি

 গত ১৫ ফেব্রুয়ারি গারো কন্ঠশিল্পী সবুজ মাঝির নতুন গান ‘সেংসোয়েঙ্গা’ ইউটিউবে ‘রাবুগা প্রোডাকশন’ চ্যানেল থেকে রিলিজ পেয়েছে। গানটি মূলত ইন্ডি-পপ ঘরানার যা মান্দি নেটিজেনদের মধ্যে সাড়া ফেলেছে।  

‘সেংসোয়েঙ্গা’ অর্থ অপেক্ষায় থাকা। গানটি মূলত ভালোবাসা— পাওয়া না পাওয়া— ও এর সংশ্লিষ্ট মানুষের আবেগকে ঘিরে তৈরি করা হয়েছে। রাবুগা প্রোডাকশনের ইউটিউব এর ডিটেইলস থেকে জানা যায় যে, গানটি বিচ্ছেদ ও অপেক্ষায় থাকার কথা বলে— যা নান্দনিক মিউজিক ভিডিওতেও প্রকাশ পায়। মিউজিক ভিডিওতে বলা হয়েছে এক প্রেমিক-প্রেমিকার গল্প, প্রতিটি ফ্রেমে চিত্রিত হয়েছে একে অপরকে কাছে পাবার আকুলতা।  

 গানটি সম্পর্কে সবুজ মাঝির কাছে জানতে চাইলে তিনি আইপিনিউকে বলেন, “আসলে আমরা চেয়েছি নতুন কিছু আমাদের গারো কমিউনিটিতে আসুক। আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার, শুরুতে একটু চিন্তায় ছিলাম মানুষ কিভাবে গ্রহণ করবে এই ব্যাপারটি নিয়ে কিন্তু রিলিজের পর আসলে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় অবাক হয়ে গেছি।” 

তিনি আরও বলেন, “আশা করি সবার ভালো লাগবে গানটি এবং সামনে আরো ভালো ভালো গান নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সব কিছু ঠিক থাকলে। সবার উদ্দেশ্যে আমার একটা অনুরোধ— সবাই গারো মিউজিকে সাপোর্ট করুন, না হয় একটা সময় সবই হারিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।”

মিউজিক ভিডিওটি পরিবেশনা করেছে রাবুগা প্রোডাকশন, পরিচালনা করেছে ডোনাল্ড সি এইচ মারাক, অভিনয় করেছে জাসেঙ্গা ম্রং ও সবুজ মাঝি।  

Back to top button