জাতীয়শিক্ষা

‘সমতল আদিবাসী অধিকার আন্দোলন’ এর আত্মপ্রকাশ  

সমতলে বসবাসরত আদিবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যে “সমতল আদিবাসী অধিকার আন্দোলন” নামে একটি প্লাটফর্ম আত্মপ্রকাশ করেছে। উজ্জ্বল আজিমকে আহ্বায়ক এবং রিপন বানাইকে সদস্য সচিব নির্বাচিত করে  ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি, ১০১ সদস্য বিশিষ্ট সাধারণ কমিটি এবং ৩১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি নিয়ে প্লাটফর্মটি গঠিত হয়েছে। 

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, পিযুষ বর্মন, টনি চিরান, হিরামন তালাং, বিভূতি ভুষন মাহাতো, অনন্যা দ্রং, আন্তনী রেমা , নিরলা মার্ডি, তামান্না সিং বড়াইক, চন্দন কোচ, মোহিন রাখাইন, পারি চিংথাম , সরানন্দ হাজং এবং বরনী দালবত।

প্লাটফর্ম সম্পর্কে আহ্বায়ক উজ্জ্বল আজিম গণমাধ্যমকে বলেন,  এটি আমাদের সমতল অঞ্চলের আদিবাসীদের একটি অধিকার আদায়ের হাতিয়ার হিসেবে কাজ করবে। সমতলের আদিবাসীরা সুদীর্ঘকাল ধরে বঞ্চনার শিকার হয়ে আসছে। তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রীয়ভাবে ইতিবাচক তেমন কোন পদক্ষেপ নেই বললেই চলে। এই প্লাটফর্ম আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও পৃথক ভূমি কমিশন গঠনসহ অন্যান্য  দাবিসমূহ আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম এবং সরকারের সাথে এডভোকেসী ও লবি করবে।   

সমতল আদিবাসী অধিকার আন্দোলনের সদস্য সচিব রিপন বানাই গণমাধ্যমকে বলেন, সমতলের দুই তৃতীয়াংশ আদিবাসী জনগোষ্ঠী নানান দিক থেকে পিছিয়ে আছেন। স্বাধীনতার ৫৩ বছর পেরোলেও এই মানুষগুলোর জন্য রাষ্ট্র তার ব্যাবস্থায় অন্তর্ভূক্তির কোনো উদ্যোগ নেয়নি । বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে এবং তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও এর বাস্তবায়ন করেনি। অন্যদিকে, আদিবাসীরা তাদের ভূমি হারিয়ে আজ নিঃস্ব, মানবাধিকার লঙ্ঘনের শিকার। এমন পরিস্থিতিতে ৫ জুলাই পরবর্তী বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রের এই বৈষম্য ঘোচানোর সুযোগ তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে সমতলের আদিবাসীদের দীর্ঘদিনের দাবি পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন বাস্তবায়নে আমাদের এই প্লাটফর্ম কাজ করবে। আমরা সমতলের আদিবাসীদের অধিকার আদায়ের জন্য রাষ্ট্রের সাথে কাজ করতে চাই।

উল্লেখ্য, বাংলাদেশে বসবাসরত ৫০ টির অধিক আদিবাসী জাতিগোষ্ঠীর মধ্যে ৩৯ টি জাতির বসবাস সমতলে। বাংলাদেশের মোট আদিবাসী জনসংখ্যার দুই তৃতীয়াংশ আদিবাসীর বসবাস সমতল অঞ্চলে। তবে ভৌগলিক অবস্থানসহ নানা কারণে সমতলের আদিবাসীরা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে। দীর্ঘদিন ধরে সমতলের আদিবাসীরা তাদের বিভিন্ন দাবি জানিয়ে আসলেও এখনো এর কার্যকর কোন সিদ্ধান্ত হয়নি। ‘২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর সমতলের আদিবাসীরা নতুন করে স্বপ্ন দেখছে। সমতলের আদিবাসীরা তাদের ১১ দফা দাবি নিয়ে আগামী দিনের কর্মপরিকল্পনা গ্রহন করবে বলে প্লাটফর্মের সদস্যরা জানিয়েছেন। 

 

 

Back to top button