আগামীকাল দেশব্যাপী নানা আয়োজনে পালিত হবে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ বছর
আইপিনিউজ ডেস্ক (ঢাকা): আগামীকাল ২ ডিসেম্বর, ২০২৪ রোজ- সোমবার, পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তি। পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে সুদীর্ঘ ২৬ বারের ধারাবাহিক বৈঠকের পরে ঐতিহাসিক এ চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু অভিযোগ রয়েছে চুক্তি স্বাক্ষরের ২৭ বছরেও চুক্তির মৌলিক বিষয়গুলো অবাস্তবায়িত থাকায় পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধান অর্জিত হয়নি।
পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়নের দাবিতে চুক্তি স্বাক্ষরের ২৭তম বর্ষপূর্তিতে পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে নানা আয়োজনের ঘোষনা করেছে বিভিন্ন সংগঠন।
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ পরিপন্থী সকল ষড়যন্ত্র প্রতিহত করুন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করুন স্লোগানে আগামীকাল ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আয়োজনে কুমার সমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গনে সকাল ১০:০০ ঘটিকায় গণসমাবেশের আয়োজন করা হয়েছে।
ঢাকায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ বছর: প্রত্যাশা ও অগ্রগতি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। ঢাকার রমনার ইঞ্চিনিয়ার্স ইন্সিটিউটের সেমিনার কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তি উদযাপন কমিটি, বান্দরবান- জেলা সদরের বড় রাজার মাঠে গণসমাবেশের আয়োজন করেছে আগামীকাল।
বিলাইছড়িতেও আগামীকাল পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তি উদযাপন কমিটি র্যালী ও আলোচনা সভার আয়োজন করেছে।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, বরকল শাখার উদ্যোগে আগামীকাল বরকল উপজেলা মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তি উদযাপন কমিটি তুলাবান স্পোর্টিং ক্লাবে গণসমাবেশের আয়োজন করেছে আগামীকাল।
ইতিমধ্যেই পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তি উদযাপন কমিটি, চট্টগ্রাম ‘পাহাড়ী জনপদে স্থায়ী শান্তি, সুষম উন্নয়ন ও স্থিতিশীল পরিবেশ: পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন ‘বিষয়ক আলোচনা সভা ও গণসঙ্গীত গত ২৯ নভেম্বর চট্টগ্রামে পালন করেছে।
আজ ১ ডিসেম্বর, রবিবার, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও বাংলাদেশ আদিবাসী ফোরামের যৌথ আয়োজনে ঢাকায় উইমেন্স ভলান্টারী এসোসিয়েশন (ডব্লিউভিএ) মিলনায়তনে সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করুন স্লোগানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।