আন্তর্জাতিকশিল্প ও সংস্কৃতি

ভারতের তুরা মে’গং ইন্টারন্যাশনাল লিটারেরি ফেস্টিভ্যালে আলোচক হিসেবে যোগ দিয়েছেন লিয়াং রিছিল

ভারতের মেঘালয় রাজ্যের তুরা শহরের নর্থ-ইস্টার্ন হিল ইউনিভার্সিটিতে আজ থেকে শুরু হলো “তুরা মে’গং ইন্টারন্যাশনাল লিটারেরি ফেস্টিভ্যাল ২০২৪”। আয়োজনে বাংলাদেশের গারোদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা করবেন লিয়াং রিছিল। 

নর্থ-ইস্টার্ন হিল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ গারো (তুরা ক্যাম্পাস), আচিক লিটারেচার সোসাইটি, এবং ডন বস্কো কলেজ যৌথ ভাবে ফেস্টিভ্যালটি আয়োজন করেছে। ফেস্টিভ্যালটি ২৭ ও ২৮ নভেম্বর দু’দিন ধরে চলবে। ফেস্টিভ্যালে বাংলাদেশে মান্দিদের (গারো) সাহিত্য এবং সংস্কৃতিতে তার অবদান ও বর্তমান কার্যক্রম নিয়ে আলোচনা করার জন্য লিয়াং রিছিলকে আমন্ত্রন জানানো হয়েছে। 

লিয়াং রিছিলের সাথে আলোচনাক হিসেবে আরও ছিলেন লেডিপসন সাংমা, ড. থারসুস কে. সাংমা এবং ত্রায়বিন মারাক। আলোচনার সভাপতিত্ব করেছেন ডন বস্কো কলেজের সহকারী অধ্যাপক ড. কলনাত বি. মারাক।

লিয়াং  রিছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর প্রাক-প্রাথমিক স্তরে নিজস্ব মাতৃভাষায় (গারো) শিক্ষা-কার্যক্রমের সাথেও যুক্ত থেকে নিরলসভাবে কাজ করছেন। বাংলাদেশে গারোদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি রক্ষায় ইতোমধ্যে গারো ভাষায় শিশুতোষ ছড়া বই প্রকাশ করেছেন। গারো ভাষায়  তাঁর আরো কয়েকটি বই প্রকাশের অপেক্ষায় রয়েছে। এছাড়াও তিনি গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ) কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

লিটারেরি ফেস্টিভ্যালে দুই দিন ব্যাপি গারো ভাষার বিকাশ, বিবর্তন, এবং গারো সংস্কৃতিতে ভাষার প্রভাব নিয়ে গবেষণা পত্র উপস্থাপনা, বই পাঠ, ও আলোচনার  আয়োজন করা হয়েছে। এছাড়া, গারোদের বিভিন্ন ধরনের খাবার, নাচ ও গানের আয়োজন থাকছে।

Back to top button