শিল্প ও সংস্কৃতি

‘দ্য ফোর্থ আই’ শিরোনামে আদিবাসী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করছে চানচিয়া 

আগামী ২৯ নভেম্বর ঢাকার কালাচাঁদপুরে অবস্থিত বারিধারা শিশু মালঞ্চ হাইস্কুল প্রাঙ্গনে ‘দ্য ফোর্থ আই’ শিরোনামে আদিবাসী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করছে চানচিয়া ও চানচিয়ার সিস্টার কনসার্ন অরগানাইজেশান চানচিয়া ফিল্মস।

“মূলধারার প্রথাগত চোখ দিয়ে দেখতে দেখতেই যেন আমরা আবিষ্কার করি ‘এ চোখ কি আমার?’ ‘সে কি আমাকে দেখে?’। নিজেদের দেখবার ও দেখাবার প্রয়োজনে নতুন কোন চোখের সন্ধানে আমাদের এই আয়োজন।” – ফেইসবুকের ইভেন্ট বিবৃতিতে সংক্ষিপ্ত আকারেই আদিবাসী চোখ দিয়ে আদিবাসীদের জীবন দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করে এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজক চানচিয়া ফিল্মস ও চানচিয়া।

বাঁ থেকে মর থেংগারি। আ’বিমা, ছাতা সিনেমার পোস্টার

প্রদর্শনীর বিষয়ে চানচিয়ার আহ্বায়ক আন্তনী রেমার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “প্রত্যেকটি ব্যাক্তি ও  জাতিগোষ্ঠীর নিজস্ব একটা আলাদা গল্প থাকে। যুগে যুগে মানুষ তার নিজের ভাবনা ও চিন্তাকে প্রকাশ করার জন্য গল্প কবিতাসহ নানা মাধ্যমকে ব্যাবহার করেছে। সিনেমা তেমনই একটা মাধ্যম। কিন্তু সুদীর্ঘকাল ধরে নানা দেশে নানা গল্পের সিনেমা তৈরি হলেও আদিবাসী ও প্রান্তিক মানুষের গল্প উল্লেখযোগ্যভাবে উঠে আসেনি। বৃহত্তর জনগোষ্ঠীদের লেন্সে আদিবাসীদের গল্প উঠে আসলেও তার বেশিরভাগই বিকৃত কিংবা অসুম্পুর্ণ গল্প হয়ে দর্শকের কাছে প্রদর্শিত হয়েছে।সারা বিশ্বের মতন  বাংলাদেশের তরুণ আদিবাসীরাও এখন নিজেদের গল্প বলতে চায়। তরুণ আদিবাসী চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করতেই আমাদের এই আয়োজন। এবার আমরা আমাদের গল্প, আমাদের ভাবনা এবং চিন্তাকে নিজেদের মতন করে বলতে চাই।” 

আইয়াও সিনেমার পোস্টার

চানচিয়া ফিল্মস-এর অনুপম ঘাগ্রা  আইপিনিউজকে জানান, “আমাদের ‘দ্য ফোর্থ আই’ ইনিসিয়েটিভ মূলত সারা বিশ্বে ফোর্থ সিনেমার যে তৎপরতা সেটাকে কেন্দ্র করে। ফোর্থ সিনেমা মূলত আদিবাসীদের কথা বলে ও আদিবাসীদের দ্বারা নির্মিত সিনেমা। আমরা মোট চারটি সিনেমা দেখাচ্ছি যার মধ্যে তিনটি সিনেমার নির্মাতা আদিবাসী। এদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা অং রাখাইন, আদিবাসী অধিকারকর্মী ও চলচ্চিত্র নির্মাতা আন্তনী রেমা, এবং তরুণ চলচ্চিত্র নির্মাতা ফিদেল দ্রং। এছাড়াও মধুপুরের মান্দি আদিবাসীদের নিয়ে নির্মিত চলচ্চিত্র আইয়াও- প্রদর্শিত হবে এই প্রদর্শনীতে। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা হাবিবুর রহমান।”

এই চলচ্চিত্র প্রদর্শনীতে যে চলচ্চিত্রগুলো দেখানো হবে — 

চলচিত্র : মর থেংগারি
পরিচালক: অং রাখাইন

প্রামান্যচিত্র : আইয়াও
পরিচালক: হাবিবুর রহমান

প্রামান্যচিত্র: আ’বিমা
পরিচালক: আন্তনী রেমা 

চলচিত্র: ছাতা
পরিচালক: ফিদেল দ্রং

প্রদর্শনীর সময়: ২৯ নভেম্বর, শুক্রবার। সন্ধ্যা ৬:৩০ মিনিট। অনুষ্ঠিতব্য চলচ্চিত্র প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত।

চানচিয়া ফিল্মস মূলত বাংলাদেশে ফোর্থ সিনেমার প্রসারের লক্ষ্যে কাজ করবে। এই লক্ষ্যেই চানচিয়া ফিল্মস পরবর্তীতে আদিবাসী ফিল্মমেকারদের জন্য ওয়ার্কশপ, শর্ট ফিল্ম প্রোডিউসিং, এবং আরও ফিল্ম স্ক্রিনিং এর ব্যবস্থা করবে বলে জানিয়েছেন। 

Back to top button