জ্যাক পলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সুর কৃষ্ণ চাকমা
বাংলাদেশের পেশাদার বক্সার সুর কৃষ্ণ চাকমা জ্যাক পলকে চ্যালেঞ্জ জানিয়েছেন। গত শনিবারে (১৭ নভেম্বর) মাইক টাইসন বনাম জ্যাক পল এর নেটফ্লিক্স স্ট্রিমড বক্সিং ম্যাচ এর প্রতিক্রিয়ায় তার অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন বাংলাদেশের প্রথম পেশাদার বক্সার সুর কৃষ্ণ চাকমা।
“২৭ বছরের জ্যাক পল ৫৮ বছরের কিংবদন্তি মাইক টাইসনকে পরাজিত করেছে, হাস্যকর!!!” তার ফেইসবুক স্ট্যাটাসে এমন প্রতিক্রিয়া জানান সুর কৃষ্ণ চাকমা।
স্ট্যাটাসে জ্যাক পলকে উদ্দেশ্যে করে তিনি আরও বলেন, “ফাইট করলে রিয়েল বক্সারের সাথে করো। আই ক্যান বিট ইউ জ্যাক পল”
সুর কৃষ্ণ ২০০৭ সাল থেকে বক্সিং শুরু করেন। তিনি ২০১৩ সালে বাংলাদেশ গেমস চ্যাম্পিয়ন হন। ২০১৪ সালে তিনি বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন হন। তারপর তিনি ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করেন। ২০১৫ সালে তিনি আলী জ্যাকো এবং ম্যাচরুম স্পোর্টসের পৃষ্ঠপোষকতায় লন্ডনে প্রায় ৬ মাসের উচ্চতর বক্সিং প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম পেশাদার বক্সার হন। তিনি ২০১৬ সালে একটি রিও অলিম্পিক স্কলারশিপ পুরষ্কার পেয়েছিলেন। ২০১৮ সালে তিনি ভারতে ২টি পেশাদার লড়াই করেছিলেন এবং কো-এর দ্বারা উভয় লড়াইয়ে জিতেছিলেন। তারপর ২০১৯ সালে তিনি দক্ষিণ এশিয়ান গেমস নেপালে অংশ নেন। বাংলাদেশের হয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন তিনি। ২০২০/২১ সালে তিনি আবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হন এবং প্রথম আন্তর্জাতিক প্রো বক্সিং চ্যাম্পিয়ন হন। তিনি বার্মিংহাম কমনওয়েলথ গেমস ২০২২-এ অংশগ্রহণ করেছিলেন কিন্তু স্বাস্থ্য সমস্যার কারণে লড়াই করতে পারেননি।