আঞ্চলিক সংবাদ

আদিবাসী ছাত্র পরিষদের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত

আইপিনিউজ ডেস্ক (ঢাকা): আজ ৫ নভেম্বর ২০২৪ বিকাল ৪টার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে  আদিবাসী ছাত্র পরিষদের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিল গজাড় এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শীতকুমার উরাও এর সঞ্চালনায় আলোচনা সভা বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, কেন্দ্রীয় সদস্য অজিত কুমার মুন্ডা, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রোমেন পাহান, রুহিত মাহাতো আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় সদস্য স্বপন তিগ্যা , ইন্দ্রজিৎ পাহান রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি সঞ্জয় কুমার উরাও, সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিৎ কুমার বেদ, দপ্তর সম্পাদক অন্তর কর্মকার, আন্তর্জাতিক সম্পাদক রুহিত কুমার মাহাতো, ক্রিড়া সম্পাদক দিপক কুমার সিং, সদস্য, সুমি মুন্ডা, শুভ সরদার প্রমূখ।

বক্তারা বলেন আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। শিক্ষা শেষে আদিবাসী শিক্ষার্থীদের সরকারি চাকুরিতে ৫% কোটা সংরক্ষণ ও পূর্ণ বাস্তবায়ন করতে হবে। আদিবাসী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে শিক্ষা বৃত্তি বৃদ্ধি এবং আদিবাসী অধ্যুষিত অঞ্চলের প্রাথমিক বিদ্যালয় গুলোতে আদিবাসী শিক্ষক নিয়োগ দিতে এবং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি জানান।

Back to top button