আগামী ৮ই নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা ওয়ানগালা ২০২৪
আগামী ৮ই নভেম্বর বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে প্রতিবারের মতো শহুরে সাজে উদযাপিত হচ্ছে গারোদের প্রধান উৎসব ওয়ানগালা।
এবারের ঢাকা ওয়ানগালা ২০২৪-এর নকমা সীমান্ত চিসিম এবং নক’মিছিক বার্নিতা ম্রং। ঢাকা ওয়ানগালা ২০২৪ এর প্রধান অথিতি হিসেবে থাকছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সভাপতিত্ব করবেন নকমা সীমান্ত চিসিম।
ওয়ানগালার প্রস্তুতি এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে ঢাকা ওয়ানগালা ২০২৪ এর নকমা সীমান্ত চিসিম আইপিনিউজকে বলেন, “এবারের ওয়ানগালার প্রস্তুতি অনেক ভালো, সেই জানুয়ারি-মার্চ থেকে আমাদের সকল কমিটি গঠন সম্পন্ন হয়েছে। আমরা মোট ১১ টি কমিটি গঠন করেছি। প্রত্যেক কমিটি তাদের নির্ধারিত কাজ সম্পন্ন করেছে, আমারা প্রয়োজন অনুযায়ী প্রচুর মিটিং করেছি, এবং কালাচাঁদপুরে বসবাসরত মান্দি আদিবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করেছি। নিরাপত্তার দিক থেকে আমি বলবো এখন দেশের সামগ্রিক পরিস্থিতি বেশ ভালো, পুলিশ প্রশাসনকে অবগত করা হয়েছে, সেনাবাহিনীর সাথেও আমাদের কথা হয়েছে, আমাদের সেচ্ছাসেবক টিমের প্রস্তুতিও অনেক ভালো। সামগ্রিক ভাবে বলতে গেলে আমরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত নই।”
ওয়ানগালার এবারের প্রত্যাশা ও ভবিষ্যত ভাবনা নিয়ে তিনি আরও বলেন, “আমি মনে করি আমাদের এই এলাকার জন্য এই ওয়ানগালা প্লাটফর্মটি অনেক ভালো একটি প্লাটফর্ম। আমাদের এই ওয়ানগালা ১৮ বছর ধরে উদযাপিত হয়ে আসছে। আমাদের মান্দি আদিবাসী অধ্যুষিত এই এলাকায় ওয়ানগালা উদযাপনকে কেন্দ্র করে যে বিভিন্ন কমিটি হয়, সেখান থেকে নতুন নেতৃত্ব গড়ে ওঠে। এলাকার বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা সমাধানেও নকমারা প্রধান দায়িত্ব পালন করে থাকে। আমরা সকল নকমা একসাথে কাজ করছি। ওয়ানগালার মাধ্যমে আমাদের কৃষ্টি-কালচার জানান দেওয়া যায়, কবি-সাহিত্যিক-লেখক সকলের অংশগ্রহণ থাকে প্রকাশনায়, কালচারাল শো-তে অনেক শিল্পীরা অংশগ্রহণ করে, গান গায়, নাচ পরিবেশন করে, অনেক উদ্যোক্তারা তাদের বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে। এছাড়াও, সরকারের বিভিন্ন লেভেলের প্রতিনিধিরা আসেন, তাদের কাছে আমাদের কথাগুলো পৌঁছে দেওয়া যায়।
আমার মতে, ওয়ানগালাকে ঘিরে আমাদের মান্দিদের প্রত্যাশা অনেক, আশা করছি সকলের অংশগ্রহণে সুন্দর একটি ওয়ানগালা আমরা উদযাপন করতে পারবো”
ঢাকা ওয়ানগালা ২০২৪-এ বিশেষ অতিথি হিসেবে থাকছেন মাহমুদুল হাসান এনডিসি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এম এম ফজলুল হক (আরিফ), সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (সাংস্কৃতিক ঐতিহ্য অনুবিভাগ) নাফিজা শ্যামা, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মিশন ডিরেক্টর, রিড জে. ইসলিমান, বিসিএস (কর) একাডেমির ডেপুটি ডিরেক্টর, কর্নেলিউস কামা, কবি ও লেখক, মতেন্দ্র মানখিন, লেখক ও গবেষক, পাভেল পার্থ, কবি, লেখক ও গবেষক পরাগ রিছিল, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রেজিষ্টার সাকির হোসেন, কারিতাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর ডিরেক্টর, থিওফিল নকরেক, ডেভেলপমেন্ট রিসার্চার ড. বাপন মানখিন, বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ড. মসিউর রহমান, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-এর প্রেসিডেন্ট হেমন্ত কোড়াইয়া, এবং নয়ানগর খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-এর প্রেসিডেন্ট রিপন রিচার্ড সরদার।
অনুষ্ঠিতব্য ঢাকা ওয়ানগালা ২০২৪ এর অনুষ্ঠানসূচি প্রকাশ করা হয়েছে ঢাকা ওয়ানগালার ফেইসবুক পেইজে।
ঢাকা ওয়ানগালা ব্যানারে ঢাকার কালাচাঁদপুরবাসী আদিবাসী মান্দিদের উদ্যোগে প্রতিবছর উদযাপিত হয় এই ওয়ানগালা। এছাড়াও, ঢাকায় আরও দুটি ওয়ানগালার আয়োজন করা হয় ফার্মগেইট-মোহাম্মদপুর ও বাড্ডায় বসবাসরত মান্দি আদিবাসীদের উদ্যোগে।
ঢাকা ছাড়াও বিভাগীয় শহর ময়মনসিংহ ও চট্টগ্রামে উদযাপিত হয়ে আসছে ওয়ানগালা। এ বছর রাজশাহীতেও উদযাপন করা হবে গারোদের অন্যতম প্রধান উৎসব ওয়ানগালা।