শিল্প ও সংস্কৃতি

আজ সন্ধ্যায় রিলিজ হচ্ছে মান্দি ব্যান্ড হিভক্ল (HEEVKLAW)-এর নতুন গান

 

তাদের অফিসিয়াল ফেসবুক পেইজের ইভেন্ট অনুযায়ী, আজ রাত আটটায় শুরু হবে তাদের অনলাইন ইভেন্ট যেখানে তাঁরা দর্শকদের সামনে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ করবেন তাঁদের নতুন গান।

 

আদিবাসী হেভি মেটাল ব্যান্ড হিভক্ল (HEEVKLAW)- এর এটি দ্বিতীয় গান। ব্যান্ডটি ‘ওয়েট এন্ড অ্যামবুশ’ নামে তাঁদের প্রথম গান রিলিজ করে গত বছর মে মাসে।

 

ব্যান্ড সম্পর্কে নতুন শ্রোতাদের জানাতে, ব্যান্ডটি গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের অফিসিয়াল পেইজ Heevklaw -থেকে লাইভ করেন।

 

ফেসবুকের অনলাইন ইভেন্টের ডিটেইলস পাতা থেকে জানা যায়, ‘ক্রিপটিক ম্যাজিক’ তৈরির সময় তাঁরা চেয়েছিলেন মান্দি সম্প্রদায়ের প্রতিভাবান তরুণ-তরুণীদের সম্পৃক্ত করতে। সে চিন্তা থেকেই মিক্স-মাস্টারিং থেকে শুরু করে ভিডিও প্রোডাকশন এবং লিরিক লেখা পর্যন্ত পুরো প্রক্রিয়াতে আদিবাসী তরুণদের সৃজনশীলতা এবং দক্ষতার মিথস্ক্রিয়া ঘটাতে চেয়েছে ব্যান্ডটি। এই উদ্যোগটি বাস্তবায়নে পাশে ছিল ত্রিদ্বীপ প্রাপ্ত রেমা (গান মিক্স-মাস্টারিং), জাজং নকরেক (ভিডিও শুট এবং এডিটিং), দেবাশীষ ইমানুয়েল রেমা –লিরিক অনুবাদ (ইংরেজি থেকে মান্দি ভাষায়), জেসিকা জসিন্তা চিরান (নৃত্য ও অভিনয়)।

ব্যান্ডটির মিউজিক ভিডিও শুট হয়েছে ঢাকার নদ্দা এলাকায়, যেখানে বর্তমানে ঢাকা শহরের মান্দিদের একটি বড় অংশ বসবাস করছে। এর উদ্দেশ্য ছিল গারো তরুণ-তরুণীদের কাছে গানটিকে পৌঁছে দেওয়া। গানটি মূলত মানুষের ব্যক্তি জীবনের উথান-পতন নিয়ে লেখা এবং গানটির ভিডিওতে আদিবাসী তরুণ-তরুণীদের সৃজনশীল কাজের সূক্ষ্ম ছোঁয়া পাওয়া যাবে, যা মিউজিক ভিডিওটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে।

 

Back to top button