জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক এবং সাধারণ সম্পাদক এড. জন যেত্রা
জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাচনে সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন ইউজিন নকরেক এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হয়েছেন এড. জন যেত্রা।
গতকাল ২৬ অক্টোবর টাঙ্গাইল জেলাধীন মধুপুর উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের ২৪টি শাখার মধ্যে ১৯ টি শাখায় নির্বাচনের মাধ্যমে কমিটি গঠিত হয়েছে। ১৯টি শাখার প্রত্যেক শাখা থেকে ২২ জন করে এই কেন্দ্রীয় নির্বাচনে ভোটদান করেন। ১৯ টি শাখায় ২২ জন সদস্যের যে কমিটি রয়েছে তাঁরা মূলত ভোটার, এতে করে মোট ভোটার সংখ্যা দাঁড়ায় ৪১৮ জন।
নির্বাচনে মোট ৩৭১ জন ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে ইউজিন নকরেক দিক্কা প্রতীকে পেয়েছেন ২৮০ টি ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উৎপল রেমা খুতুপ প্রতীকে পেয়েছেন ৭১ টি ভোট এবং পিউ ফিলোমিনা ম্রং নাগ্রা প্রতীকে পেয়েছেন ১৭ টি ভোট। এবং ৩ টি ভোট নষ্ট হয়েছে।
নির্বাচনের সামগ্রিক প্রক্রিয়া, আয়োজন এবং সকলের অংশগ্রহণ প্রসঙ্গে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার শেখর ম্রং আইপিনিউজকে বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল সকল নির্বাচনী এলাকায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। প্রত্যেক শাখায় সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নে আমাদের বেগ পেতে হলেও আমরা সন্তুষ্ট যে, সকলের অংশগ্রহণ নিশ্চিত করা গেছে। জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ এই অঞ্চলের আদিবাসীদের অধিকার আদায়ের লড়াইয়ে বরাবরই গুরুত্বপূর্ণ, সে জায়গা থেকেই আমাদের চেষ্টা এই নির্বাচনে যেন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে।”
জয়েনশাহী আদিবাসী পরিষদের নবনির্বাচিত কমিটির লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে পুনঃনির্বাচিত সভাপতি ইউজিন নকরেক আইপিনিউজকে বলেন, ‘ আমরা জয়েনশাহী উন্নয়ন পরিষদের কর্মএলাকা এবং কর্মপরিধি বাড়াতে চাই। সাংগঠনিক দক্ষতা ও মানোন্নয়নের জন্য কাজ করতে চাই, যাতে আগামীতে ছাত্র ও যুবদের অংশগ্রহণে ধারাবাহিক এবং শক্তিশালী নেতৃত্ব গড়ে উঠে।
জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সর্বকনিষ্ঠ সাধারণ সম্পাদক এড. জন যেত্রা আইপিনিউজকে বলেন, ‘ আদিবাসীদের ঐতিহাসিকভাবে চলমান আন্দোলনকে আরও বেগবান ও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের এই কমিটি ছাত্র ও যুবদের সম্পৃক্ততা বাড়াতে চায়। আদিবাসীদের ছাত্র ও যুব শক্তিকে বাদ দিয়ে আদিবাসীদের অধিকার আদায় সম্ভব হবেনা। আদিবাসীদের সামগ্রিক ঐক্যের লক্ষ্যে আমরা কাজ করবো।
জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের নির্বাচন বাস্তবায়নে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শেখর ম্রং, নির্বাচন কমিশনার হিসেবে বাপ্পু মৃ ও মার্জিনা চিসিম দ্বায়িত্বরত ছিলেন।