শিল্প ও সংস্কৃতি

উদীয়মান কবি উনাইশৈ মারমার প্রথম কবিতা বই প্রকাশ

পাহাড়ের তরুণ উদীয়মান কবি উনাইশৈ মারমার প্রথম কবিতা বই “বুনোফুল” প্রকাশ হয়েছে। বইটির সম্পদনার কাজ করেছেন ‍সুভাষ চাকমা।

উনাইশৈ মারমা

গত ২২ অক্টোবর ২০২৪ তিনি তার সামাজিকযোগাযোগ মাধ্যম ফেইসবুকে লেখেন, আমার প্রথম কবিতার বই “বুনোফুল” প্রকাশিত হয়েছে।

পাহাড় জুড়েই আদিবাসীদের জীবন ও অস্তিত্ব। এই পাহাড় আবার কারো কাছে উন্নয়নের প্রতীক, কারোর কাছে মুনাফার উৎস। যেখানে প্রতিনিয়ত ভূমিদস্যুদের থাবা, তথাকথিত উন্নয়নের স্রোত আদিবাসীদের অস্তিত্বকে চরম সংকটের দিকে নিয়ে যায়। পাহাড়ের অধিকারকামী তরুণ প্রজন্মের একজন হিসেবে আমার লেখার মাধ্যমে পাহাড়ের শোষিত, নিপীড়িত অধিকারহারা মুক্তিকামী মানুষের কথা ফুটিয়ে তোলার চেষ্টা করি। আমার দৃঢ় বিশ্বাস মুক্তিকামী মানুষের দীর্ঘসময়ের আপোষহীন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে পাহাড়ে একদিন মুক্তির সুবাতাস বয়ে আসবে।

বইটির শুভেচ্ছামূ্ল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা

তিনি বইটি সংগ্রহ করতে নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করার আহ্বান জানান।

বান্দরবান: সুবাস বাবু তঞ্চঙ্গ্যা- ০১৮২৩৫১১৬০৯

রাঙ্গামাটি: করুণ জ্যোতি চাকমা- ০১৮৫৯৯৪৪৫২৪

চট্টগ্রাম: হ্লামিও মারমা- ০১৮৮১৬৪৮৬৭১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: এনতেস চাকমা- ০১৫৩৭৭০৩৮৯৯

ঢাকা: হ্লামং মারমা- ০১৮৭৭৯২৬৭৬৫

ঢাকা বিশ্ববিদ্যালয়: মনতুষ চাকমা- ০১৫১৮৩৮৬৪৬৫

Back to top button