খেলাধুলা

বাংলাদেশের প্রথম ম্যাচে প্লেয়ার অফ দ্যা ম্যাচ হলেন মণিকা চাকমা

নেপালের কাঠমুন্ডুতে চলমান সাফ নারী ফুটবল- ২০২৪, বাংলাদেশের প্রথম ম্যাচে প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন খাগড়াছড়ির মণিকা চাকমা।

গত ২০ অক্টোবর, ২০২৪ইং তারিখে নেপালের রাজধানী কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫ টায় নারী সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪-এ নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ।

মুহুমুর্হু আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলার ৩২ মিনিটের মাথায় ডিফেন্ডারের ভুলে বাংলাদেশ প্রথম গোল হজম করে। গোল হজম করার পর বাংলাদেশের খেলার গতি আরো বেড়ে যায়। গোল পরিশোধে মরিয়া বাংলাদেশ সফলতা পায় খেলার অতিরিক্ত ৯০+২ মিনিটের মাথায়। ঋতুপর্ণা চাকমার দারুণ ক্রসে শামসুন্নাহারের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। তবে মাঝমাঠে অসাধারণ খেলা উপহার দেওয়ার সুবাধে প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশেরে ৬ নম্বর জার্সিধারী খেলোয়ার মণিকা চাকমা।

প্লেয়ার অফ দ্যা ম্যাচের পুরস্কার নেওয়ার সময় তিনি বলেন, দলের জন্য ভাল খেলতে পারায় আমি খুব খুশি। আমরা সবসময়ই ভাল খেলার জন্য চেষ্টা করি। আমরা ভাল খেলার জন্য পরিশ্রম করছি এবং আগামীতে আমরা আরও ভাল করবো। দলের সবাই আমার প্রশংসা করছে, এজন্য আমার আরও ভাল লাগছে।

 

 

Back to top button