এম এন লারমার সংবিধান দর্শন নিয়ে আগামীকাল ঢাবিতে বাহাস ও মতবিনিময়
আইপিনিউজ ডেক্স: আগামীকাল ০৮ অক্টোবর, ২০২৪, মঙ্গলবার। মাওরুম জার্নাল এবং আদিবাসীদের জাতীয় পর্যায়ের গণমাধ্যম আইপিনিউজ বিডি এর আয়োজনে বিকাল ৩:৩০ টায়. একটি বাহাস ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত মনবিনিময় সভার মূল প্রতিপাদ্য হল-মানবেন্দ্র নারায়ণ লারমার সংবিধান দর্শন: জুলাই গণঅভ্যুত্থান, রাষ্ট্র সংস্কার ও আদিবাসী জাতিসমূহের অংশীদারিত্ব। আলোচনা সভাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের আর সি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত হবে বলে।
উক্ত বাহাস ও মতবিনিময় সভায় আলোচনার সূত্রধার হিসেবে থাকবেন বিশিষ্ট লেখক ও গবেষক পাভেল পার্থ। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. আমেনা মহসিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহমুদুল সুমন, কথা সাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, কবি ও লেখক মিঠুন রাকসাম, জাতীয় নাগরিক কমিটির সদস্য ও সাংবাদিক অনিক রায়, আইনজীবী ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সায়ক চাকমা।
বাহাস ও মতবিনিময় সভাটি পরিচালনা করবেন আইপিনিউজ এর উপ-সম্পাদক সতেজ চাকমা।