প্যারিসে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন
১৩ আগস্ট, ফ্রান্সের ঐতিহাসিক গণতন্ত্র চত্ত্বর, রিপাবলিক, প্যারিসে লা ভোয়া দে জুম্ম এবং ইউরোপীয়ান জুম্ম ইন্ডিজিনাস কাউন্সিল কর্তৃক ২৩তম আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০১৭ উদযাপন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানটি তরুন কান্তি চাকমার সঞ্চালনায় পার্বত্য চট্রগ্রামের চাকমা আদিবাসী সংগীতের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এবং এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন লা ভোয়া ডে জুম্ম-র সম্মানিত প্রেসিডেন্ট মিসেস ডমিনিক ক্লোচন। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি না দেয়াসহ, সরকার কর্তৃক নানা নির্যাতন নিপীড়নের কথা তুলে ধরেন এবং অবিলম্বে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়াসহ বাংলাদেশে বসবাসরত সকল আদিবাসীদের উপর নির্যাতন বন্ধ করার অাহ্বান জানান। এরপর মিতু দেওয়ান এর নেতৃত্বে, সোনাবি চাকমা, নিউশিয়া চাকমা, সুশীলা চাকমা, মরিয়ম চাকমা, ঝিমিলানী চাকমা, শেলী চাকমা, তরুন কান্তি চাকমা, তমেলী ত্রিপুরা, লালা মারমা প্রমুখ বেশ কয়েকটি চাকমা দলীয় গান পরিবেশন করেন। এছাড়া নৃত্য শিল্পী ঝিমিলানী চাকমার তত্ত্বাবধানে একে একে আদিবাসী নৃত্য প্রদর্শন করেন পারমি চাকমা, শেলী চাকমা ও তমেলী ত্রিপুরা। পুরো অনুষ্ঠান জুড়ে ফ্রান্সে বসবাসরত আদিবাসীরা বাংলাদেশ সরকারকে উদ্দেশ্য করে বিভিন্ন দাবী ও অধিকারসমেত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দিয়েছেন বাবু শাক্য মিত্র চাকমা (সেক্রেটারি, ইউরোপিয়ান জুম্ম ইন্ডিজিনাস কাউন্সিল), সুদর্শন চাকমা, তরুন কান্তি চাকমা, সুদত্ত তঞ্চঙ্গা, কান্তি চাকমা প্রমুখ। পরিশেষে বক্তব্য রাখেন ইউরোপিয়ান জুম্ম ইন্ডিজিনাস কাউন্সিল এর প্রেসিডেন্ট বাবু সুদর্শন চাকমা। তিনি তার বক্তব্যে বাংলাদেশ সরকারের কাছে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, জাতিসংঘ কর্তৃক আদিবাসীদের অধিকার বিষয়ক ঘোষণা, আদিবাসীদের অধিকার বিষয় আইএলও কনভেনশন বাস্তবায়নের দাবী জানান এবং আগামীতে ফ্রান্স তথা ইউরোপে আন্তর্জাতিক আদিবাসী দিবস আরো বৃহৎ পরিসরে উদযাপন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এরপর অান্তর্জাতিক আদিবাসী দিবস ২০১৭ অনুষ্ঠানটি চাকমা আদিবাসী গানের তালে তালে তমেলী ত্রিপুরা ও শেলী চাকমার দ্বৈত নৃত্য প্রদর্শনের মধ্য দিয়ে সমাপ্ত করা হয়।