জুরাছড়িতে সেটেলার বাঙালি কর্তৃক ভূমি বেদখলের প্রতিবাদে চবিতে পিসিপি ও ছাত্র ইউনিয়নের সমাবেশ
আজ ১৫ জানুয়ারী ২০২৪ খ্রি. রাঙ্গামাটি জেলাধীন জুরাছড়িতে সেনা মদদে সেটেলার বাঙালি কর্তৃক জুম্মদের ভূমি বেদখলের প্রচেষ্টা ও সেনা কর্তৃক জুম্মদের শারীরিক নির্যাতনের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি), চট্টগ্রাম মহানগর শাখা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চবি সংসদের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুপ্রিয় তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চবি সংসদের সভাপতি প্রত্যয় নাফাক, শিক্ষা ও গবেষণা সম্পাদক সুদীপ্ত চাকমা, পিসিপি, চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক হ্লামিউ মারমা ও তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক উকিং সাই মারমা প্রমুখ।
পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক অন্বেষ চাকমার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন চবি শাখার সভাপতি নরেশ চাকমা এবং সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন পিসিপি, চবি শাখার সদস্য সুমন চাকমা। সুপ্রিয় তঞ্চঙ্গ্যা বলেন, “পার্বত্য চুক্তি মোতাবেক ভূমি কমিশনকে যথাযথভাবে কার্যকর করতে হবে। পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদে সেটেলার বাঙালি কর্তৃক ভূমি বেদখল হচ্ছে যার দায় রাষ্ট্রকে নিতে হবে। পাহাড়ি মানুষ তাদের অধিকারের স্বার্থে ও তাদের জীবনের নিরাপত্তার তাগিদে আন্দোলন-সংগ্রামে আরও কঠোর হতে হবে।”
প্রত্যয় নাফাক বলেন, “নির্যাতিত ও নিপীড়িত জনগণের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন তার বিপরীত প্রতিক্রিয়ার সৃষ্টি হয় যার প্রতিরূপ আশির দশকে পার্বত্য চট্টগ্রামে জুম্মদের সৃষ্ট সংগ্রাম। পার্বত্য চট্টগ্রামকে শাসকগোষ্ঠী একটি ট্যুরিস্ট হাব হিসেবে চিহ্নিত করে শোষণ করতে চায়। আদিবাসীদের অস্তিত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশের সকল প্রগতিশীল মহল ও ছাত্রসমাজকে আদিবাসীদের সাথে থাকার আহ্বান জানাই।”
সুদীপ্ত চাকমা বলেন, “একজন মানুষের বেঁচে থাকার অবলম্বন হচ্ছে ভূমি। সেই আশির দশক থেকে পার্বত্য চট্টগ্রামে সেটেলার বাঙালি পুনর্বাসন করে জুম্মদের ভূমি আজও পর্যন্ত বেদখল করা হচ্ছে। আমরা উন্নয়নের বিরুদ্ধে নয়, আমরা উন্নয়নের নামে বিধ্বংসী তান্ডবলীলার বিরোধী।অধিকার আদায়ে ছাত্র সমাজকে আরও জোড়ালে ও ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান জানাই।”
হ্লামিও মারমা বলেন, “পার্বত্য চট্টগ্রামে জুম্মদের ভূমি বেদখল দেশমাতৃকার স্বার্থে শুভ সংকেত নয়।স্বাধীনতার ৫২ বছরে এসেও সারা দেশের আদিবাসীদের মৌলিক অধিকার নেই। উন্নয়ন,পর্যটনের নামে সেনা মদদে সেটেলার কর্তৃক নানা জায়গায় জুম্মদের উচ্ছেদ ও ভূমি দখলের ঘটনা নিত্যদিনের ঘটনা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”
উকিং সাই মারমা বলেন, “সেনাবাহিনী জনগণের নিরাপত্তার স্বার্থে না হয়ে সেটেলারদের মদদ দিয়ে জুম্মদের ভূমি অবৈধভাবে দখলের প্রচেষ্টা চালায় যার নজির সাম্প্রতিক সময়ে জুরাছড়িতে সৃষ্ট ঘটনা। এর স্থায়ী সমাধানের জন্য পার্বত্য চুক্তি অনুযায়ী যথাযথভাবে ভূমি কমিশনকে কার্যকর করে ভূমি সমস্যা নিষ্পত্তি করতে হবে।”
স্বাগত বক্তব্যে সুমন চাকমা বলেন, “বাংলাদেশ রাষ্ট্রের জন্ম থেকেই পার্বত্য চট্টগ্রামে জুম্মদের জাতিগত নির্মূলীকরণের প্রচেষ্টা করা হচ্ছে। পার্বত্য চুক্তি অনুসারে সকল অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার করার কথা থাকলেও চুক্তির ২৬ বছরে এসেও তার বাস্তবায়ম নেই। পার্বত্য চুক্তি বাস্তবায়নসহ সকল মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবি জানাই।”
সভাপতির বক্তব্যে নরেশ চাকমা বলেন, “গত ১৩ জানুয়ারি তারিখে জুরাছড়িতে সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় এক জুম্ম’র জমি বেদখলের প্রচেষ্টা চালায় সেটেলার বাঙালিরা। এর প্রতিবাদ জানালে কমপক্ষে ৫ জন জুম্মকে সেনাক্যাম্পে নিয়ে গিয়ে তাদের শারীরিক নির্যাতন করা হয় এবং নানাধরণের হুমকিও দেওয়া। পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় বাহিনীরা নিরাপত্তার নামে সেখানকার ভূমিপুত্র জুম্মদের জাতীয় জীবনের হুমকি দিকে ঠেলে দিচ্ছে। পাহাড়ে সামরিকায়ণের প্রক্রিয়ার ফলে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়নের পথে নানামুখী বাধা হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় চুক্তি অনুযায়ী অতিদ্রুত অস্থায়ী সেনাক্যাম্প প্রত্যাহারপূর্বক বাঙালি সেটেলারদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সম্মানজনক পুনর্বাসন করতে হবে এবং ভূমি কমিশনকে যথাযথ কার্যকর করতে হবে।”
সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে প্রতিবাদ সমাবেশটি শেষ হয় এবং এরপর বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন হয়ে শহীদ মিনারে এসে সমাপ্ত হয়।