আঞ্চলিক সংবাদ

এমএন লারমার আর্দশকে ধারণ করে পার্বত্য চুক্তি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: মাধবীলতা চাকমা

আইপিনিউজ ডেক্স(ঢাকা): আজ ৫ নভেম্বর ২০২৩ ইং তারিখে সকাল ১০ ঘটিকায় রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির উদ্যোগে মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মনি চাকমার সঞ্চালনায় এবং কেন্দ্রীয় সদস্য নতুন মালা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজীবন সংগ্রামী নারী ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মাধবীলতা চাকমা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার।

প্রধান অতিথি মাধবীলতা চাকমা শুরুতেই মানবেন্দ্র নারায়ণ লারমার পরিবারের প্রতি স্মৃতিচারণ করে বলেন, তাদের পরিবারের সবাই ধর্মপ্রাণ ছিলেন। তাদের পরিবারে সবাই সংগ্রামী ছিলেন। এম.এন.লারমার বাবা একজন শিক্ষক এবং সমাজসেবী প্রগতিশীল পরোপকারী চিন্তার অধিকারী ছিলেন। যার হাত ধরে সমাজ পরিবর্তন হয়েছে।
স্মৃতিচারণ করে তিনি বলেন,আত্নগোপনে চলে যাওয়ার পর এম.এন.লারমার সাথে পরিচয় গড়ে ওঠে। লারমা ছিলেন একজন সৎ, সাহসী,সহনশীল,ধৈর্যশীল,প্রকৃতি প্রেমী,এবং ক্ষমাগুণ এগুলো তার মধ্যে ছিলো। সকলের মধ্যে শিক্ষা,ক্ষমা,পরিবর্তনের গুণাবলী থাকতে হবে। নারী পুরুষ সমানাধিকার প্রতিষ্ঠাকল্পে ত্যাগের মহিমায় সামনের দিকে এগিয়ে আসতে হবে। মানবেন্দ্র নারায়ণ লারমার আর্দশকে ধারণ করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লক্ষ্য সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধান আলোচকের বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার বলেন,নভেম্বর মাস জুম্ম জনগণের একটি হৃদয় বিদারক মাস। এই মাসের ১০ নভেম্বর বিভেদপন্থীরা মহান নেতাকে হত্যা করেছিলো। বর্তমান প্রেক্ষাপট দেখা যায়,চোখের সামনে নিজের ভিটে মাটি কেড়ে নেয়া হচ্ছে। সরকারের যা ইচ্ছা তা করে যাচ্ছে, তার পরেও জুম্ম জনগণ আন্দোলনে আসতে অনীহা প্রকাশ করে থাকেন। তৎকালীন সময়ে পার্বত্য চট্টগ্রাম সমস্যা বাংলাদেশে কোন রাজনৈতিক দল বুঝতে চায়নি।

তিনি আরও বলেন, এমএনলারমা মধ্যে দূরদর্শী চিন্তা ছিলো বিধায় ঘুমন্ত জুম্ম জনগণকে জাগিয়ে আন্দোলনমুখী করেছিলেন। এমএন লারমা ছিলেন আজীবন ত্যাগী,সংগ্রামী,সৎ,নিষ্ঠাবান,আদর্শবান বিপ্লবী নেতা। কুচক্রীরা সেদিন লারমাকে দেশীয় এবং বিদেশী চক্রান্ত ফলে হত্যা করেছিলো ঠিকই কিন্তুু লারমার আদর্শকে হত্যা করতে পারে নাই।

তিনি সমবেত কর্মীদের প্রতি আহবান রেখে বলেন, জুম্ম জনগণের মধ্যে ভুল চিন্তা ধারা থাকলে আন্দোলন এগিয়ে নেয়া যায়না। পার্টিকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার জন্য জনগণকে একত্রিত করতে হবে। কর্মীদের মধ্যে ক্ষমতার লোভ লালসা পরিহার করে সকলকে ত্যাগের মহিমায় এগিয়ে আসতে হবে বলেন। নিজের উপর আত্নবিশ্বাস রেখে লড়াই করতে হবে। পার্টির মধ্যে বিশ্বস্ত, জ্ঞানী,গুনীদের উপস্থিতি প্রয়োজন।

স্মরণসভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল (খ) শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক থোয়াইক্যজাই চাক, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য সোনারিতা চাকমা। স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি, রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুবিনা চাকমা।

Back to top button