৪৮ ঘণ্টা গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচির ডাক ঐক্য পরিষদের

আইপিনিউজ ডেক্স(ঢাকা): সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক জাতীয় কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত স্বত্বাধিকারীদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি আইন প্রণয়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন সহ সরকারি দলের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টা গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সরকারি দলের বিগত নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের দাবিতে আগামী ২২-২৩ সেপ্টেম্বর ২০২৩ শুক্র ও শনিবার ঢাকায় এই কর্মসূচি পালন করবে ঐক্য পরিষদ।
কেন্দ্রীয় শহীদ মিনারে আগামী ২২ সেপ্টেম্বর শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হয়ে ২৪ সেপ্টেম্বর রোববার ভোর ৬টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। কর্মসূচি চলাকালে বিভিন্ন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দ সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন।
সংগঠনের দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিগত ২০১৮ সালের নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু স্বার্থবান্ধব বেশ কিছু অঙ্গীকার করে। এর মধ্যে ছিলো- সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক জাতীয় কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত স্বত্বাধিকারীদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি আইন প্রণয়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন। কিন্তু আরেকটি জাতীয় সংসদ নির্বাচন সমাগত হলেও এখনও পর্যন্ত বিগত নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়ন করেনি সরকার। এই প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দীর্ঘদিন ধরেই আন্দোলন-সংগ্রাম ও আলোচনা করে আসছে। এর মধ্যে গণস্বাক্ষর সংগ্রহ করে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ, দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ, দেশব্যাপী সকাল-সন্ধ্যা গণঅনশন, সারাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রোডমার্চ করে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ এবং দেশব্যাপী মশাল মিছিল কর্মসূচি ইতিমধ্যেই পালন করা হয়েছে। সেপ্টেম্বর মাসের বিভিন্ন দিনে দেশের বিভাগভিত্তিক জেলা ও মহানগর পর্যায়ে সকাল-সন্ধ্যা গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি চলছে।”
রাজধানী ঢাকায় ২২ সেপ্টেম্বর শুক্রবার ভোর ৬টা থেকে ২৪ সেপ্টেম্বর রোববার ভোর ৬টা পর্যন্ত গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি চলাকালে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। ৪৮ ঘণ্টার গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি চলাকালে আগামী ২২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১:৩০ মিনিটে ও ২৩ সেপ্টেম্বর বিকাল ৪টায় কর্মসূচিস্থল শহীদ মিনারে প্রেস ব্রিফিং করবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।


