চীনে আগুনে পুড়লো দেড় হাজার বছরের পুরনো বৌদ্ধ মন্দির
আইপিনিউজ আন্তর্জাতিক ডেক্স: চীনের প্রায় দেড় হাজার বছরের পুরনো একটি বৌদ্ধমন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মন্দিরে থাকা মহামূল্যবান বেশ কিছু প্রাচীন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও মন্দিরের সামনে নির্মিত একটি বিরাট বৌদ্ধমূর্তিতে আগুন লেগে তা দাউ দাউ করে জ্বলতে থাকে।
ব্রিটিশ সংবাদ মাধ্যম মেট্রো’র বরাটে জানা যায়, গত ২৪ জুলাই অর্থাৎ গত সোমবার ভোররাতে উত্তর-পশ্চিম চীনের গানসু প্রদেশের জনপ্রিয় ট্যুরিস্ট স্পট শানদান গ্রেট নামক একটি প্রাচীন বৌদ্ধমন্দিরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিলে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে সামাজিক যোগযোগ মাধ্যমে পোস্ট করা ছবি এবং বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, মন্দিরের ভিতরে আগুনে পুড়ছে একটি বিশালাকার বুদ্ধমূর্তি। আগুন নিভে যাওয়ার পর দেখা যায় বুদ্ধমূর্তিটি আংশিকভাবে অক্ষত আছে। তবে মন্দিরের বেশ কয়েকটি কাঠামো ধ্বংস হয়ে গেছে। ১৯৯৮ সালে বিরাট মূর্তিটি পুরাতন এবং আসল মূর্তির প্রতিরূপ হিসেবে তৈরি করা হয়।
ঐতিহাসিক এই শানদান গ্রেট বৌদ্ধমন্দিরটি ১৫০০ বছরেরও প্রাচীন। চীনের গানসু প্রদেশের লিয়াওগাও পর্বতের পাদদেশে শানদান কাউন্টি টাউন থেকে ৫ কিলোমিটার পশ্চিমে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরটি ৪২৫ খ্রিস্টাব্দে চীনের ওয়েই রাজবংশের শাসনামলে নির্মিত হয়েছিল। ইতিহাসের বিভিন্ন সময় মন্দিরটি নানান কারণে ক্ষতি এবং ধ্বংসের সম্মুখীন হয়েছে।


