জাতীয়

সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ার বাসিন্দাদের জন্য কমিউনিটি ক্লিনিক চালু

শিশু মৃত্যুর ঘটনায় আলোচনায় আসা সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ার বাসিন্দাদের জন্য অবশেষে কমিউনিটি ক্লিনিক চালু হয়েছে।
বুধবার সকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ত্রিপুরা পাড়ার অদূরে ‘সোনাইছড়ি কমিউনিটি ক্লিনিক’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী।

এসময় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম নুরুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম নুরুর ইসলাম উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন বলেন, এ কমিউনিটি ক্লিনিকে দুইজন স্বাস্থ্যকর্মী ছাড়াও টিকাকর্মী, হেলথ প্রোভাইডার থাকবেন।

কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি টিকাদান, বিভিন্ন পরীক্ষাসহ প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া হবে বলে জানান তিনি।

গত জুন মাসের শেষদিকে বার আউলিয়া, সোনাইছড়ি ও ত্রিপুরা পাড়ায় শিশুদের মধ্যে বিভিন্ন লক্ষণ দেখা দেওয়ার পর ‘অজ্ঞাত রোগে’ ১০ শিশু মারা যায়। পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরীক্ষায় জানা যায়, হাম এবং অপুষ্টিজনিত কারণেই এসব শিশু মারা গেছে।

একইসাথে ওই এলাকার শিশুরা টিকার আওতায় ছিল না বলেও জানায় বিশেষজ্ঞ দল।

এ ঘটনার পর গত ২৯ জুলাই থেকে সীতাকুণ্ড উপজেলার ত্রিপুরা পাড়াসহ তিন ইউনিয়নে শিশুদের হামের টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়।

জেলা সিভিল সার্জন আজিজুর রহমান বলেন, এ পর্যন্ত চিকিৎসা নিয়ে ত্রিপুরা পাড়ার ১১২ জন শিশু বাড়ি ফিরে গেছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতাল ও ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডি হাসপাতালে এখনো ২২ শিশু চিকিৎসা নিচ্ছে।

Back to top button