অন্যান্য

রাজধানীর মোহাম্মদপুরে হেবাং রেস্টুরেন্ট-এর নতুন শাখার উদ্বোধন

আইপিনিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরের রিংরোডে নতুন শাখার উদ্বোধন করলো আদিবাসী রেস্টুরেন্ট হেবাং। মোহাম্মদপুর রিং রোডের প্রবাল হাউজিং-এ শস্য প্রবর্তনা বিল্ডিংয়ে গতকাল সোমবার থেকে রেস্টুরেন্টটি তাদের পূর্ণ কার্যক্রম শুরু করেছে। এর আগে, গত ৮ই জুলাই তাদের ফেসবুক পেইজে উদ্বোধনীর ঘোষনা দেয়া হয়েছিল।

উদ্বোধনী দিনের আয়োজন ছিল আনন্দমুখর ও অতিথিদের পদচারনায় পূর্ণ। এ দিনকে হেবাং তাদের পদযাত্রার স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত করেছে। উদ্বোধনের দিনে আদিবাসী ইনফ্লুয়েন্সার ইরা এন্ড কুলিন’স ডে-বুক (Era & kulin’s Daybook) সহ আদিবাসী বাঙ্গালীসহ বিভিন্ন শ্রেণীপেশার অতিথি রেস্টুরেন্ট এ খেতে আসেন।

সুসজ্জিত হেবাং-এর দুপুরের খাবার মেন্যু- ছবিঃ হেবাং
সুসজ্জিত হেবাং-এর দুপুরের খাবার মেন্যু- ছবিঃ হেবাং

উদ্বোধন-এর দিন বিকেলে হেবাং সান্ধ্য-আড্ডার ভিন্ন এক আয়োজন করে। এ আয়োজনে সকল শুভাকাঙ্ক্ষী ও অতিথিদের জন্যে ছিল মোহাম্মদপুর হেবাং-এ তৈরি থাকে মুংডি, বরা পিঠা, রোজেলা চা, চিকেন ঝুরি, মাশ্রুম ফ্রাই। এ ধরনের খাবার সন্ধ্যার আড্ডায় ভিন্নতা নিয়ে আসে।

হেবাং এর নিয়মিত খাবার মেন্যু। ছবিঃ হেবাং
হেবাং এর নিয়মিত খাবার মেন্যু। ছবিঃ হেবাং
২০১৮ সালের ডিসেম্বরে চার বোনের উদ্যোগে শুরু হয় হেবাং-এর যাত্রা। প্রথম অনলাইনে পাহাড়ি খাবার বিক্রির ধারনা আসে চার বোনের একজন প্রিয়াংকা চাকমার মাথায়। এই চিন্তা পরিপূর্নতা পায় চার বোনের চিন্তার মেলবন্ধনে ২০১৬ সালে অনলাইন পেইজ তৈরির মাধ্যমে। সেই থেকে পথচলা শুরু, পথচলা দৃঢ় হলো হেবাং এর দ্বিতীয় শাখা উদ্বোধনের মাধ্যমে।

#আইপিএজি

Back to top button