শিল্প ও সংস্কৃতি

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে আয়োজিত হচ্ছে লিটল ম্যাগ উৎসব

সুলভ চাকমা, ঢাকা: পার্বত্য জেলা রাঙ্গামাটিতে আগামী ৬, ৭ এবং ৮ জুলাই ৩ দিনব্যাপী এক লিটল ম্যাগ প্রদর্শনী ও উৎসবের আয়োজন করা হচ্ছে। পার্বত্য লিটল ম্যাগ লাইব্রেরী ও গবেষণা কেন্দ্র, রাঙ্গামাটি এর উদ্যোগে আয়োজিত এই “পার্বত্য লিটল ম্যাগ প্রদর্শনী ও উৎসব ২০২৩” এর উদ্বোধন করবেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক হাফিজ রশিদ খান। আয়োজকেরা জানিয়েছেন রাঙ্গামাটি শহরের কল্যাণপুরস্থ রেগা প্রকাশনীর বিক্রয়কেন্দ্রের প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলাকে কেন্দ্র করে তিন পার্বত্য জেলার সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের লোকেরা ইতিমধ্যে প্রবল উৎসাহের সাথে খোঁজ-খবর নিচ্ছেন। আয়োজকদের পক্ষ থেকে রেগা প্রকাশনীর কর্ণধার ইন্টুমনি তালুকদার আইপিনিউজকে জানিয়েছেন, “তিনদিনব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলায় পার্বত্য চট্টগ্রাম থেকে এযাবৎকাল প্রকাশিত বিভিন্ন লিটল ম্যাগ সমূহ প্রদর্শিত হবে। তাছাড়া থাকছে কবি, লেখক, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীদের আড্ডা, মিলনমেলা ও সাহিত্য আলোচনা। পাহাড়ের প্রতিথযশা কবি-সাহিত্যক-লেখকেদর লেখালেখির সাথে পাঠকদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি নবীন সাহিত্য কর্মীদের উৎসাহ প্রদান করা এই আয়োজনের মূখ্য উদ্দেশ্য।”

পার্বত্য চট্টগ্রাম থেকে একসময় বিভিন্ন মানসম্পন্ন লিটল ম্যাগ প্রকাশিত হতো। পার্বত্য অঞ্চলের বৈচিত্রময় ভাষা-সাহিত্য-সংস্কৃতির সাথে দেশের পাঠকদের পরিচয় করিয়ে দেওযার ক্ষেত্রে এসকল লিটল ম্যাগ গুলোর ভূমিকা ছিল অপরিসীম। আশা করা হচ্ছে এধরনের আয়োজনের মধ্য দিয়ে আদিবাসীদের বিভিন্ন ভাষায় সাহিত্য চর্চার সুযোগ বৃদ্ধি পাবে এবং পাঠক-লেখক মেলবন্ধন সুদৃঢ় হবে।

Back to top button