হাটহাজারীর একটি ত্রিপুরা পাড়ায় শিক্ষকের অভাবে স্কুলবঞ্চিত হচ্ছে শিশুরা

সুলভ চাকমা, ঢাকা: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি ত্রিপুরা পাড়ায় শিক্ষক-শিক্ষিকার অভাবে ত্রিপুরা সম্প্রদায়ের শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানা গেছে। স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের ব্যক্তিরা জানিয়েছেন ত্রিপুরা পাড়াটিতে প্রায় অর্ধ-শতাধিক শিশুর জন্য একটিমাত্র প্রাক-প্রাথমিক বিদ্যালয় রয়েছে। কিন্তু পাড়াটির একমাত্র বিদ্যালয় মনাইপাড়া প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে কোন শিক্ষক না থাকায় গত ৪ মাস ধরে সেটি বন্ধ রয়েছে। জানা গেছে ঠিকমতন বেতন না পাওয়ায় প্রাক-প্রাথমিক বিদ্যালয়টির একমাত্র শিক্ষিকা বিরণবালা গত ৪ মাস আগে বিদ্যালয়টি থেকে অব্যাহতি নেন। জানা গেছে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অধীনে বিদ্যালয়টির একমাত্র শিক্ষিকাকে বেতন প্রদান করা হতো। কিন্তু প্রাক-প্রাথমিক বিদ্যালয়টির একমাত্র শিক্ষিকা বেতন না পাওয়ায় চাকরি থেকে ইস্তফা দেওয়ায় গত কয়েকমাস ধরে বিদ্যালয়টি সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে করে স্থানীয় ত্রিপুড়া পাড়ার শিশুরা শিক্ষা গ্রহণের সুযোগ থেকে সম্পূর্ণ বঞ্চিত হচ্ছে।
এবিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি নিপন ত্রিপুরা আইপিনউজকে বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে বিভিন্ন গনমাধ্যমের মাধ্যমে অবহিত হয়েছি। আমরা স্থানীয় ত্রিপুরা আদিবাসীদের সাথে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে আরো খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করছি। এটি দুঃখজনক যে, বিদ্যালয়ের অভাবে সেখানকার শিশুরা শিক্ষার মত একটি মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এক্ষেত্রে রাষ্ট্র কোনভাবেই দ্বায় এড়াতে পারে না। আমরা আশা রাখি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে অনতিবিলম্বে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমে যেন কোন প্রতিবন্ধকতা না থাকে তা নিশ্চিত করবে।”


