আগামীকাল রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হবে পাহাড় বনাম সমতল আদিবাসীদের প্রীতি ফুটবল ম্যাচ

আইপিনিউজ ডেক্স(ঢাকা):আগামীকাল শুক্রবার রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হবে পাহাড় বনাম সমতল আদিবাসীদের প্রীতি ফুটবল ম্যাচ। বিকাল ৩ টায় রাঙ্গামাটি চিংহ্লা মং চৌধুরী ( মারী) স্টেডিয়ামে এই প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে আইপিনিউজকে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্য সচিব জুয়েল চাকমা।
উক্ত ফুটবল ম্যাচিটির উদ্ধোধন করবেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ও শিক্ষাবিদ নিরুপা দেওয়ান। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আদিবাসী ফোরাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা’র সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।
আয়োজক কমিটি’র সদস্য সচিব জুয়েল চাকমা আইপিনিউজকে বলেন, আমরা পাহাড় ও সমতলের আদিবাসীদের মধ্যেকার সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই এই প্রীতি ফুটবল ম্যাচটির আয়োজন করতে যাচ্ছি। ক্রীড়ার মাধ্যমে আমাদের মধ্যেকার ভ্রাতৃত্ব ও সংহতি জোরদার করে আগামী দিনের আদিবাসী অধিকার আন্দোলনে নতুন সংযোগ তৈরীর চেষ্টা থাকবে। আগামীকালকে অনুষ্ঠিত হতে যাওয়া প্রীতি ম্যাচটি সকল ক্রীড়ামোদি মানুষকে উপভোগের অহ্বানও জানান তিনি।


