জনজীবনের সংকট নিরসনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট ও বাম মোর্চার যুগপৎ আন্দোলনের ঘোষণা

আইপিনিউজ ডেক্স(ঢাকা): আজ ৭ জুন সকাল ১১টায় বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতৃবৃন্দের সাথে ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার নেতৃবৃন্দের এক যৌথ সভা তোপখানা রোডস্থ বাসদ (মাহবুব) কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাম মোর্চার সমন্বয়ক ও নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতা সিপিবি’র সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপাক আব্দুস সাত্তার, বাসদ মার্কসবাদী’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, বাসদ সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, বাসদ মার্কসবাদীর নেতা রাশেদ শাহরিয়ার, রুবেল সিকদার।
উক্ত সভায় ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা বেলাল চৌধুরী, গণমুক্তি ইউনিয়নের সমন্বয়ক নাসিরুদ্দিন নাসু, বাসদ (মাহবুব) এর নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, জাতীয় গণতান্ত্রিক গণ মঞ্চের আহ্বায়ক মাসুদ খান ও মঞ্জুরুল আলম মিঠু প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় বর্তমান সরকারের উচ্ছেদ, জনগণের রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা, বিদ্যুতের লোড শেডিং বন্ধ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, ডিজিটাল নিরাপত্তা আইনসহ কালাকানুন বাতিল, বর্তমান সরকার ও শাসক শ্রেণির বুর্জোয়া রাজনৈতিক দলসমূহের সাম্রাজ্যবাদের কাছে নতজানু নীতি ও গাঁটছড়া বেঁধে চলার কারণে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে সাম্রাজ্যবাদী দেশসমূহর হস্তক্ষেপের সুযোগ করে দেয়ার প্রতিবাদে উভয় জোট যুগপৎভাবে গণআন্দোলন গড়ে তোলার ঘোষণা করা হয়।
সভায় নেতৃবৃন্দ ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ও জনজীবনের সংকট নিরসনের দাবিতে বাম জোট ও বাম মোর্চার বাইরেও অপরাপর বাম গণতান্ত্রিক শক্তিকেও যুগপৎ আন্দোলনে সামিল করতে উদ্যোগ গ্রহণের বিষয়ে ঐক্যমত্য পোষণ করা হয়।
সভার এক প্রস্তাবে জনগণের রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠাসহ জনজীবনের সংকট নিরসনে সকল বাম-প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিকে যুগপৎ ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হওয়ার জন্য উদাত্ত আহ্বানও জানানো হয়।


