মেয়র ফজলে নূর তাপসের ‘আপত্তিকর ও ঔদ্ধত্যপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদ ৪২ বিশিষ্টজনের

আইপিনিউজ ডেক্স(ঢাকা): সাম্প্রতিক সময়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এর দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে দেশের ৪২ বিশিষ্টজন। আজ এক বিবৃতিতে বিশিষ্টজনরা তাপসের বক্তব্যকে “আপত্তিকর ও ঔদ্ধত্যপূর্ণ” বলে উল্লেখ করেন নাগরিকরা।
বিবৃতিতে নাগরিকরা বলেন, “আমরা গভীর ক্ষোভ, দুঃখ ও বিস্ময়ের সঙ্গে ঢাকা (দক্ষিণ) সিটি কর্পোরেশন-এর মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের সভায় গত ২১ মে দেয়া বক্তব্য পাঠ করেছি যা একটি জাতীয় দৈনিকে সবিস্তার প্রকাশিত হয়েছে। তিনি সুশীল সমাজের ব্যক্তিদের ‘‘বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীর কালো পানিতে ছেড়ে দেবার” হুমকি দিয়েছেন। তিনি একজন ‘‘ চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলেন’’ বলে অত্যন্ত আপত্তিকর দম্ভোক্তি করেছেন। এছাড়া দেশের বিজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবিদের সম্পর্কেও অশালীন ভাষায় কটুক্তি করেছেন। তিনি এদের সকলকে মুগুর দিয়ে শিক্ষা দেবার হুমকিও দিয়েছেন।
বিশিষ্টজনরা আরো বলেন, ঢাকা মহানগরের মেয়রের মতো একটি উচ্চ সম্মানীয় পদে আসীন একজন রাজনীতিবিদ এবং পেশাদার আইনজীবির মুখ থেকে নিসৃত এমন লাগামহীন, অশালীন, অসম্মানজনক ভাষার ব্যবহারে আমরা যারপরনাই ব্যথিত, ক্ষুব্ধ এবং হতবাক।
তার এমন অশালীন, আপত্তিকর দম্ভোক্তির নিন্দার ভাষা আমাদের জানা নেই দাবি করে বিবৃতিদাতারা আরো বলেন, তিনি একজন প্রধান বিচারপতিকে নামিয়ে দিয়েছিলেন বলে যে দম্ভোক্তি করেছেন, তা সর্বোচ্চ আদালতকে নিসন্দেহে অসম্মান ও অপমান করার সমার্থক। এই উক্তির মধ্য দিয়ে তিনি কার্যত এমন বার্তাই দিলেন যে, তার রাজনৈতিক দল অন্য সব প্রতিষ্ঠানের মতো বিচার বিভাগকেও নিয়ন্ত্রণ করতে বেপরোয়া। একজন আইনজীবি হয়ে এটা তিনি কিভাবে করতে পারলেন, তা ভাবতেও কষ্ট হয়। একজন আইনজীবী হওয়া সত্ত্বেও বিচার বিভাগ জেষ্ঠ আইনজীবী ও নাগরিক সমাজের সম্মানিত ব্যক্তিদের প্রতি করা এইসব কটাক্ষ অত্যন্ত পীড়াদায়ক। তিনি শুধু বিচার বিভাগ, জ্যেষ্ঠ আইনজীবি ও নাগরিক সমাজের সম্মানিত ব্যক্তিদের প্রতি কটাক্ষ করেছেন তা নয়- তিনি নিজের পেশাগত অবস্থান ও যে শিক্ষা-দীক্ষার মধ্য দিয়ে বেড়ে উঠেছেন তাকেও অসম্মানিত ও হেয় করেছেন। এটা তার দম্ভ এবং অপব্যবহারের নিকৃষ্ট উদাহরণ।
বিবৃতিদাতারা এই সকল আপত্তিকর, ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ও তীব্র ভাষায় নিন্দা জানার এবং একই সাথে আমরা দেশের সর্বোচ্চ আদালতেরও এই বিষয়টির প্রতি সবিনয়ে দৃষ্টি আকর্ষণও করেন।
বিবৃতিতে সাক্ষরকারীরা হলেন- সুলতানা কামাল, মানবাধিকার কর্মী ও চেয়ারপার্সন, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, রাাশেদা কে. চৌধুরী, নির্বাহী পরিচালক, গণ স্বাক্ষরতা অভিযান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, আলী ইমাম মজুমদার, সাবেক মন্ত্রীপরিষদ সচিব, খুশী কবির, সমন্বয়কারী, নিজেরা করি ও চেয়ারপার্সন, এএলআরডি, ড. হামিদা হোসেন, মানবাধিকার কর্মী, রাণা দাশগুপ্ত, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আনু মোহাম্মদ, সাবেক অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়, কাজল দেবনাথ, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, শিরিন প. হক, সদস্য, নারীপক্ষ, ড. ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআইবি, শামসুল হুদা, নির্বাহী পরিচালক, এসোসিয়েশ ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভলপমেন্ট (এএলআরডি), ড. শাহদীন মালিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, ড. পারভীন হাসান, ভাইস চ্যান্সেলর, সেন্টাল উইম্যান ইউনিভার্সিটি, ড. স্বপন আদনান, ভিজিটিং রিসার্স ফেলো, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, আলী রিয়াজ, অধ্যাপক, ইলিনিয়স স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র, সুব্রত চৌধুরী, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, এড. তবারক হোসেইন, সহ-সভাপতি, সম্মিলিত সামাজিক আন্দোলন ও আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, ড. আবুল বারকাত, সভাপতি, বাংলাদেশ অর্থনীতি সমিতি ও উপদেষ্টা, এইচডিআরসি, রোবায়েত ফেরদৌস, অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. আসিফ নজরুল, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. নাইমা হক, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, গীতি আরা নাসরিন, অধ্যাপক, গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রেহেনুমা আহমেদ, লেখক, তাসনীম সিরাজ মাহবুব, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ব বিদ্যালয়, সারা হোসেন, অনারারি নির্বাহী পরিচালক, ব্লাস্ট, বদিউল আলম মজুমদার, সম্পাদক, সুজন, মো: নুর খান, নির্বাহী পরিচালক, আইন ও সালিশ কেন্দ্র, সঞ্জীব দ্রং, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ফোরাম, ড. শহিদুল আলম, আলোকচিত্রী ও সমাজকর্মীজাকির হোসেন, নির্বাহী পরিচালক, নাগরিক উদ্যোগ, ড. সুমাইয়া খায়ের, অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়’;এ্যাড. সাইদুর রহমান, প্রধান নির্বাহী, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, রেজাউল করিম চৌধুরী, নির্বাহী পরিচালক, কোস্ট ট্রাস্ট, দীপায়ন খীসা, কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ আদিবাসী ফোরাম, সৈয়দ নাসের বখতিয়ার আহমেদ, সিনিয়র ব্যাংকার, প্রাক্তন এম ডি অগ্রণী ব্যাংক, ফিরদৌস আজিম, অধ্যাপক, ব্রাক বিশ্ববিদ্যালয়, জোবাইদা নাসরীন কণা, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ,পল্লব চাকমা, নির্বাহী পরিচালক, কাপেং ফাউন্ডেশন, ড. নোভা আহমেদ, অধ্যাপক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, হানা শামস আহমেদ, আদিবাসী অধিকার কর্মী, মুক্তাশ্রী চাকমা, কোর গ্রুপ মেম্বার, সাঙ্গাত, বারীশ হাসান চৌধুরী, মানবাধিকার ও পরিবেশ কর্মী।