রাবিতে আদিবাসী ছাত্র পরিষদের নবীনবরণ ও চড়ুইভাতি অনুষ্ঠিত

অপূর্ব কুমার সিং, রাজশাহী প্রতিনিধি: আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির উদ্যোগে ১০ মার্চ ২০২৩, শুক্রবার, রাজশাহী বিশ্ববিদ্যালয় হবিবুর রহমান হল মাঠ সংলগ্ন চত্তরে চড়ুইভাতি ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। চড়ুইভাতি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া আদিবাসী শিক্ষার্থীদের নবীন বরণ ও এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি সুশান্ত মাহাতোর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক দিবাসনজিত সরদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, দপ্তর সম্পাদক পলাশ পাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক লখিণ সরদার, দপ্তর সম্পাদক স্বপন তিগ্যা প্রমুখ।
আরও বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সদস্য বিভুতী ভূষণ মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক যাকব এক্কা, আদিবাসী যুব পরিষদের সদস্য উত্তম কুমার মাহাতো।

উক্ত নবীন বরণ আয়োজনে বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেসব আদিবাসী শিক্ষার্থী অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে তারা সুন্দরভাবে তাদের পড়াশুনা সম্পন্ন করুক এবং শিক্ষার্থীদের উজ্জল ও সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আদিবাসী শিক্ষার্থীরা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে স্ব স্ব এলাকার অধিকার বঞ্চিত আদিবাসীদের নাম উজ্জল করবে এবং সমাজ তথা জাতিকে এগিয়ে নিতে নেতৃত্ব দিবে । সমতলের আদিবাসী শিক্ষার্থীদের অধিকার নিয়ে আদিবাসী ছাত্র পরিষদ দীর্ঘ দিন যাবত আন্দোলন, সংগ্রাম অব্যহত রেখেছে। আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটি সেই আন্দোলন আরো গতিশীল করবে। বিশ্ববিদ্যালয়ের সকল আদিবাসী শিক্ষার্থীদের আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহনের আহ্বানও জানানো হয়।


