শত চেষ্টার পরও বাঁচানো গেল না শিশু জবাকে

শত চেষ্টার পরও বাঁচানো গেলনা ৮বছরের শিশু জবা চাকমাকে। দুই সপ্তাহ ধরে মৃত্যুর সাথে লড়াই করে হারতে হলো তাকে। গত ২৭ জানুয়ারি বন্ধুদের সাথে খেলতে গিয়ে অসাবধানতাবশতঃ গাঁয়ে আগুন লাগে তার। এরপর অগ্নিদগ্ধ জবাকে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে ভর্তি এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। কিন্তু গতকাল রবিবার ভোর সাড়ে ৪ টার দিকে মৃত্যু হয় শিশুটির।
এ নিয়ে দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, আগুনে জবার শ্বাসনালী মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাছাড়া শরীরের ২৮% পুড়ে যাওয়ায় বাঁচানো যায়নি জবাকে।
এদিকে জবার মৃত্যুর পর তার বাবা মেঘকালা চাকমা কান্নায় ভেঙ্গে পরেন। তিনি বলেন, “তার বাড়ি রাঙামাটির সুবলং ইউনিয়নের নন্যাছড়া গ্রামে। গায়ে আগুন লাগার পর আমার মেয়েকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। কিন্তু অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন। জবাকে বাঁচানোর জন্য যারা সহযোগীতার হাত বাড়িয়ে ছিলেন তাদেরকে ধন্যবাদ। অনেক চেষ্টা করেও আমার মেয়েকে বাঁচাতে পারলাম না।”
জবার আগুনে পুড়ে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপর থেকে অনেকেই জবাকে বাঁচাতে এগিয়ে আসেন। কিন্তু সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে মারা গেল জবা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সোমবার নন্যাছড়া গ্রামে তার দাহক্রিয়া সম্পন্ন হবে।


