আরেকবার চ্যাম্পিয়ন দেশের নারী ফুটবলাররা
নিউজ ডেস্কঃ৩-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ অনুর্ধ ২০ নারী ফুটবল দল। আজ সন্ধ্যা ৬ টায় শুরু হওয়া ফাইনাল ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশের হয়ে সহজ জয়ে গোল করেছেন রিপা, উন্নতি খাতুন, শামসুনাহার।
৬ মাসের ব্যাবধানে নেপালের বিপক্ষে আরেকটি বিজয়ের মাধ্যমে চ্যাম্পিয়নশিপের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশের নারী ফুটবলাররা। নিজের দেশের মাটিতে কমলাপুর স্টেডিয়ামে জয় এনেছে অনুর্ধ ২০ নারী ফুটবলাররা।
৪২ মিনিট পর গোল করে শায়েদা আক্তার রিপা পাল্টিয়ে দেন মাঠের রূপ। মাত্র ৩ মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল করেন অধিনায়ক শামসুনাহার, খেলার শেষ মুহূর্তের আগে উন্নতি খাতুন তৃতীয় গোলটি করে খুব সহজেই শিরোপার মুকুট এনে দেন।
নারী ফুটবলারদের এমন একের পর এক অবিশ্বাস্য জয় সত্যি দেশবাসীকে তাক লাগিয়ে দিয়ে চলেছে। বছর কয়েক আগেও হয়ত কেউ ভাবতে পারেনি আমাদের দেশের সোনার মেয়েরা আন্তর্জাতিক মাঠে দাপিয়ে বেঁড়াবে। তবে খুব আনন্দের সাথে বলতেই হয় আমাদের দেশের নারীরাও এখন ক্রীড়া জগতে অদম্য, যা বার বার দেশের হয়ে খেলে একের পর এক শিরোপা তুলছে।
কমলাপুর স্টেডিয়ামে বাংলাদেশের নারী নক্ষত্ররা যখন দেশের পতাকা নিয়ে জয়ের উল্লাস করছিল পুরো স্টেডিয়ামে দর্শকদের আনন্দের দৃশ্য দেখার মতন ছিল। সে আনন্দ এখন স্টেডিয়াম ছাড়িয়ে পুরো দেশে বইছে।