জাতীয়

পার্বত্য বিতর্ক উৎসব ২০২৩-এ চ্যাম্পিয়ন হল মোনঘর আবাসিক বিদ্যালয়

আইপিনিউজ ডেক্স(ঢাকা): ব্র্যাক জেন্ডার রেসপন্সিভ এডুকেশন এন্ড স্কিলস্ কর্মসূচি কর্তৃক আয়োজিত ব্রাক ও ডিবেট ফর ডেমোক্র্যাসি আয়োজিত বিতর্ক বিকাশ ‘পার্বত্য বিতর্ক উৎসব’-২০২৩ প্রতিযোগিতায় গ্র্যান্ডফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মোনঘর আবাসিক বিদ্যালয়। গতকাল এই উৎসব এর গ্র্যান্ডফাইনাল অনুষ্ঠিত হয়।
গতকাল ৩১ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত উৎসবটির গ্র্যান্ডফাইনালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মোনঘর আবাসিক বিদ্যালয় দল। এর আগে গত ২২ জানুয়ারি প্রথম সেমিফাইনালে বান্দরবানের সুয়ালক উচ্চ বিদ্যালয়কে হারিয়ে মোনঘর আবাসিক বিদ্যালয় বিতার্কিক দলটি বিজয়ী হয় এবং ফাইনাল বিতর্কে অংম নেওয়ার যোগ্যতা অর্জন করে।

বিতর্কের প্রতিপাদ্য বিষয় ছিলো: “সফলতা অর্জনের জন্য দরিদ্রতা বড় অন্তরায় নয়।” মোনঘর আবাসিক বিদ্যালয়ের বিতার্কিক দল এই প্রতিপাদ্য বিষয়ের বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে। মোনঘর আবাসিক বিদ্যালয়ের বিতার্কিক দলের নেতা ছিলেন সুজাতা চাকমা।
গ্র্যান্ডফাইনাল রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুরে উশৈসিং। বিতর্ক পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ।

 

 

Back to top button