আঞ্চলিক সংবাদ

আদিবাসী ছাত্র পরিষদ পাবনা জেলা আহ্বায়ক কমিটি গঠন

পাবনা দাশুরিয়ায় আদিবাসী ছাত্র পরিষদ জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আজ শনিবার ১৪ জানুয়ারি ২০২৩ তারিখ বিকাল ৪টায় বিশেষ সভায় আদিবাসী ছাত্র পরিষদ পাবনা জেলা পুরাতন কমিটিকে বিলুপ্ত ঘোষনা করা হয়।

অপূর্ব কুমার সিং (ভূমিজ) আহ্বায়ক, রিমা রানী (বাগদি) যুগ্ম আহ্বায়ক এবং অজয় রবিদাসকে সদস্য সচিব নির্বাচিত করে ৬ সদস্য বিশিষ্ট আদিবাসী ছাত্র পরিষদ পাবনা জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ ঈশ্বরদী উপজেলা কমিটির সদস্য সচিব বুধুরাম মালপাহাড়ি, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সাবেক সভাপতি মিঠুন রবিদাস, আদিবাসী ছাত্র মিঠু মুরারী, তরুণ বাগদি, শ্যামল মালপাহাড়ী প্রমূখ।

মিঠুন রবিদাসের সভাপতিত্বে সভা সঞ্চালনা করন অপূ্র্ব কুমার সিং।

সভায় বক্তারা বলেন, পাবনা জেলা আহ্বায়ক কমিটির মাধ্যমে একটি শক্তিশালী আদিবাসী ছাত্র নেতৃত্বে গড়ে তোলা হবে। এই নেতৃত্বের মাধ্যমে আদিবাসীদের অধিকার এবং দাবি প্রতিষ্ঠায় পাবনা অঞ্চলের আদিবাসী শিক্ষার্থী সমাজকে সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ করা হবে। আদিবাসীদের সংস্কৃতি এবং অস্তিত্ব রক্ষার সংগ্রামে আদিবাসী ছাত্র পরিষদের পাবনা জেলা আহ্বায়ক কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।

Back to top button