শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনেই নতুন বই
উৎসবমুখর পরিবেশে নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই।
রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে ‘বই বিতরণ উৎসব ২০২৩’ এর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
একই দিনে নতুন বই তুলে দেওয়া হয়েছে সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় শিক্ষার্থীদের হাতে; নতুন বই নিয়ে নতুন ক্লাসে ওঠার আনন্দে উচ্ছ্বসিত শিশুরা।
বই বিতরণ উৎসবের অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, এ বছর ২ কোটি ১৮ লাখ ৩ হাজার ৩০ জন শিক্ষার্থীদের মাঝে ৯ কোটি ৬৬ লাখ ৮ হাজার ২৪৫টি বই বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে।
এবারের ‘বই সংকটের’ কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, “ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে কাগজ সংকটসহ বিভিন্ন সমস্যার কারণে সঠিক সময়ে পূর্ণাঙ্গ বই প্রেসগুলো দিতে পারে নাই। প্রায় ৮০ ভাগ বই আমাদের দিয়েছে। আমরা এ মাসের মধ্যে সারা বাংলাদেশে শতভাগ বই দিতে পারব।”
“আমি আশা করব, আমাদের শিক্ষক ও অভিভাবকরা সুন্দর মনে শিশুদের সঠিক পড়ালেখার মাধ্যমে গড়ে তুলেবেন। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। প্রাথমিক শিক্ষাকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। সেই প্রাথমিক শিক্ষাকে আমাদের আরও উন্নত করতে হবে, মানসম্মত করতে হবে। আমরা আমাদের সন্তানদের ওইভাবে মানুষ করে দেশের জন্য কাজে লাগাতে হবে।”
অনুষ্ঠানে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব টুর্নামেন্ট থেকে উঠে আসা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের স্বপ্না রানী, সাথী বিশ্বাস, সাজেদা খাতুনসহ পাঁচ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়।