ঋণের দায়ে কৃষক গ্রেফতারে মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রশ্নবিদ্ধ: ঐক্য ন্যাপ
আইপিনিউজ ডেক্স(ঢাকা): ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক ২৫ হাজার টাকা কৃষি ঋণের দায়ে কৃষক গ্রেফতারের নিন্দা জানিয়েছেন। আজ এক বিবৃতির মাধ্যমে নেতৃবৃন্দ এই নিন্দা জানান।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, “২৫ হাজার টাকার কৃষি ঋণের জন্য কৃষকরা গ্রেফতার হবেন এবং বাকিরা গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াবেন অথচ জাতীয় সম্পদ আত্মসাৎকারী, ঋণ খেলাপী, নামধারী ‘ব্যাংক ডাকাত’রা শাস্তির বদলে নিত্যনতুন ছাড়, সুবিধা ও সুযোগ পেয়ে ‘সরকারবান্ধব’ হবেন। এই ব্যবস্থার নিন্দা জানান তাঁরা।
ঐক্য ন্যাপের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক প্রণব কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ ও দেশের সংবিধানকে নিত্য প্রশ্নবিদ্ধ করার নামান্তর মাত্র।
উল্লেখ্য যে, পাবনার ঈশ্বরদীতে মাত্র ২৫ হাজার টাকা ঋণের দায়ে ১২ জন কৃষককে গ্রেফতার করা হয় গত ২৫ নভেম্বর। এর আগে ৩৭ কৃষকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে তাদের মধ্যে ১২ জনকে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার (২৫ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় কৃষকরা অভিযোগ করে বলেন, ঋণের টাকা পরিশোধোর পরও তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ইশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারি গ্রামের আলম প্রামানিক (৫০), মাহাতাব মন্ডল (৪৫), আব্দুল গণি মন্ডল (৫০), শামীম হোসেন (৪৫), সামাদ প্রামানিক (৪৩), নূর বক্স (৪৫), মোহাম্মদ আকরাম (৪৬), রজব আলী (৪০), কিতাব আলী (৫০), হান্নান মিয়া (৪৩), মোহাম্মদ মজনু (৪০) ও আতিয়ার রহমান (৫০)। এদের সবাই প্রান্তিক পর্যায়ের কৃষক বলেও জানা গেছে।