ইন্দোনেশিয়ায় ভূমিকম্পঃ নিহত কমপক্ষে ১৬২, আহত কয়েকশ
গত সোমবার ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে কমপক্ষে ১৬২ জন নিহত হয়েছেন এবং কমপক্ষে কয়েকশত আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে। রিক্টার স্কেলে ৫.৬ মাত্রার এই ভূমিকম্পটির আঘাতের কেন্দ্র ছিল ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় পশ্চিমাঞ্চলীয় শহর চিয়ানজুর।
মার্কিন ভূতত্ত্ব জরিপ বিভাগের ভাষ্য মতে, গত সোমবারের ঐ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মূলত চিয়ানজুরের ১০ কিমি ভূগর্ভে।
প্রশাসনের কর্মকর্তারা নিহতের সংখ্যা ১৬০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে এবং ক্রমাগত এ সংখ্যা আরো বাড়ছে বলেও জানা যাচ্ছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল চিয়ানজুর থেকে ১০০ কিমি দূরে রাজধানী জাকার্তায়ও ভূকম্পন বেশ জোরেই অনুভূত হয়েছে বলেও জানা যাচ্ছে। ভূমিকম্পের সময় রাজধানীর উঁচু ভবনগুলো থেকে আতঙ্কে মানুষজন ছুটে বাইরে বেরিয়ে আসে।
স্থানীয় কর্মকর্তারা সাবধান করেছেন মূল ভূমিকম্পের পর ছোটো ছোটো একাধিক ভূকম্পন হতে পারে, এবং হতাহতের সংখ্যা আরে বাড়তে পারে।
ভূকম্পটি মূলত যে অঞ্চলে আঘাত করেছে সেখানে জনবসতি বেশ ঘন এবং এলাকাগুলো ভূমিধ্বস-প্রবণ।
উদ্ধারকারীরা ধংসস্তুপের ভেতর থেকে বেঁচে যাওয়া লোকজন খুঁজছেন।
রাজধানী জাকার্তায় প্রায় এক মিনিট ধরে ভূকম্পন অনুভূত হয়েছে। সেসময় বিভিন্ন অফিস ভবন থেকে লোকজন ভয়ে রাস্তায় বেরিয়ে আসে বলেও জানা যায়।
উল্লেখ্য যে, ইন্দোনেশিয়া একটি ভূমিকম্প-প্রবণ দেশ। ২০১৮ সালেও ভয়াবহ এক ভূমিকম্পে সুলায়েসি দ্বীপে দুই হাজারেরও বেশি লোক নিহত হয়েছিল।