আঞ্চলিক সংবাদ

জাতীয় আদিবাসী পরিষদ খুলনা জেলা কমিটি’র দায়িত্বে তপন সরদার ও নিরাপদ মুন্ডা

সূভাষ চন্দ্র হেমব্রম, খুলনা থেকে ফিরে: জাতীয় আদিবাসী পরিষদ খুলনা জেলা কমিটির প্রথম জেলা সম্মেলন গত ২৮ অক্টোবর শুক্রবার সকাল ১১টায় কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ খুলনা জেলা কমিটির প্রথম জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, সদস্য বিভূতী ভূষণ মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সহ-সভাপতি সাবিত্রী হেমব্রম, রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সাংগঠনিক সম্পাদক দিবাসনজিত সরদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, আদিবাসীদের বন্ধু আশিকুজ্জামান, মুকুল মুন্ডা, শ্যামসুন্দর সরদার, উজ্জ্বল মুন্ডা, সাধনা মুন্ডা, সুমিত্রা মুন্ডা প্রমূখ। সম্মেলনে অঅলোচনা সভায় সভাপতিত্ব করেন অশোক মুন্ডা ও সঞ্চালনা করেন নিরাপদ মুন্ডা।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে তপন কুমার সরদারকে সভাপতি, নিরাপদ মুন্ডাকে সাধারণ সম্পাদক ও মুকুল মুন্ডাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আগামী দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট জাতীয় আদিবাসী পরিষদ খুলনা জেলা কমিটি গঠন করা হয়।

 

Back to top button