আঞ্চলিক সংবাদ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে অটোরিকশা উল্টে নিহত ১, আহত ২

আইপিনিউজ ডেক্স(ঢাকা):  রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার রাবার বাগান এলাকায় গতকাল শুক্রবার টমটম অটোরিকশা উল্টে সান্দ্রা চাকমা (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় থানা পুলিশ সাংবাদিকদের জানায়, শুক্রবার সকালের দিকে একটি অটোরিকশা তিন জন যাত্রী নিয়ে মধ্যম বাঘাইছড়ি রাবার বাগান মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি টমটমকে সাইড দিতে গিয়ে উল্টে খাঁদে পড়ে যায়। এতে সান্দ্রা চাকমা ঘটনাস্থলেই মারা যান। এ সময় জ্ঞান বীর চাকমা (৪৬) ও জ্ঞান রতন চাকমা (৪৭) নামে দুজন গুরুতর আহত হন। তাদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

নিহত সান্দ্রা চাকমা বাঘাইছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড জীবতলী গ্রামের জামিনি কুমার চাকমার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি।

Back to top button