মধুপুর উপজেলা ইউপি নির্বাচনে ১২ জন আদিবাসী প্রার্থী বিজয়ী
আইপিনিউজ ডেস্কঃ গতকাল ১৩ জুলাই টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৮টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । এর মধ্যে ৬ টি আদিবাসী অধ্যুসিত অঞ্চলে ১ জন চেয়ারম্যান পদপ্রার্থীসহ ৩৬ জন প্রার্থীর মধ্যে ইউনিয়ন পরিষদের মেম্বার পদে ৯ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৩ জনসহ ১২ জন আদিবাসী প্রার্থী নির্বাচিত হয়েছে।
মধুপুর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৭টিতেই আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন । শুধুমাত্র শোলাকুড়ি ইউনিয়নে সতন্ত্র (আওয়ামীলীগ থেকে বহিস্কৃত) প্রার্থী বিজয়ী হয়েছেন ।
৩ নং বেরিবাইদ ইউনিয়নে মেম্বার পদে ৪ জন প্রতিদ্বন্দিতা করে তরুণ প্রার্থী তুষার রেমাসহ (৩জন) লরেন্স নকরেক ও সুনজু মানখিন বিজয়ী হয়েছেন।
১১নং শোলাকুড়ি ইউনিয়নে মেম্বার পদে ৫ জন প্রতিদ্বন্দিতা করে বিজযী হন ২ জন । তারা হলেন রঞ্জিত নকরেক ও বিকশন নকরেক । সংরক্ষিত মহিলা আসনে ২ জনের মধ্যে তিরলা চিরান বিজয়ী হন ।
৯ নং অরনখোলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন নির্বাচন করলেও বিজয়ী হতে পারেননি । মেম্বার পদে ৫ জন নির্বাচন করে প্রবীর নকরেক চন্দ্র বর্মন ছাড়া আর কেউ নির্বাচিত হননি । সংরক্ষিত মহিলা আসনে ২ জনের কেউই বিজয়ী হতে পারেনি ।
১০ নং ফুলবাগচালা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড-এ মেম্বার পদে বিজয়ী বিনেশ রেমা। এবং ৯ নং ওয়ার্ডে নগ্রন্দ্র ডিব্রা বিজয়ী হয়েছেন। সংরক্ষিত মহিলা আসনে ২ জন আদিবাসী প্রার্থীর মধ্যে ঝূমা রানী বর্মন বিজয়ী হয়েছে ।
আউশনারা ইউনিয়নের একমাত্র গারো মেম্বার প্রার্থী বিজয়ী হতে পারেনি ।
কুড়াগাছা ইউনিয়নে মেম্বার পদে ৩ জন প্রার্থীর মধ্যে ফারুন নকরেক বিজয়ী হয়েছেন । সংরক্ষিত মহিলা আসনে ২ জন প্রার্থীর মধ্যে অচর্না নকরেক বিজয়ী হয়েছেন ।
উল্লেখ্য মধুপুরে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩৬ জন আদিবাসী প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ১ জন, মেম্বার ২৭ পদে জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৮ জন নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছিল ।