আন্তর্জাতিক
আমেরিকায় জুম্মদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম থেকে সুদূর আমেরিকায় বসবাসকারী জুম্ম জনগণ ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। ওয়াশিংটন ডিসি পার্কের সামনে বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করে শতাধিক বিক্ষোভকাবী উক্ত সমাবেশে অংশগ্রহণ করেন। এসময় তারা উই ওয়ান্ট পিস এন্ড জাস্টিস, গো ব্যাক আর্মি ফ্রম সিএইচটি, শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে দাও ইত্যাদি শ্লোগান প্রদান করেন।
সমাবেশ থেকে উদ্যোক্তাগণ রাঙামাটির লংগদুতে ৩০০ এর অধিক জুম্ম জনগনের বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়ার প্রতিবাদ জানান। এছাড়া গত ১৯ এপ্রিল রাঙমাটির নান্যাচরে পাহাড়ি ছাত্র পরিষদের নেতা রোমেল চাকমাকে হত্যার প্রতিবাদ জানান।
আমেরিকান জুম্ম কাউন্সিল, ইউএসএ’র উদ্যোগে গত ২৯ জুন আমেরিকান সময় বিকাল দুইটায় উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।