আন্তর্জাতিক
লংগদুতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মিয়ানমারে বিক্ষোভ
গত ২ জুন রাঙ্গামাটি লংগদুতে পাহাড়ি বাড়িঘরে অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মিয়ানমারে বসবাসরত বৌদ্ধরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
১৪ জুন বুধবার আরাকান রাজ্যের মংডু জেলায় ইউএন অফিসে সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেছে বৌদ্ধরা।
উক্ত সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, পার্বত্য অঞ্চলে পাহাড়ী জনগোষ্ঠীদের নিরাপত্তা সহ সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।
বক্তারা আরো বলেন গত ২ জুন রাঙ্গামাটি উপজেলা লংদুতে সেটেলার বাঙ্গালি কর্তৃক প্রায় ৩০০ টি বাড়ি ঘর পুড়ে দেওয়া হয়েছে। এছাড়া একজন পাহাড়ি নারীকে পুড়িয়ে ফেলে হত্যা করেছে এমন অভিযোগ করেন তারা।
উক্তসমাবেশে বক্তারা , সাম্প্রদায়িক হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তি ও ক্ষতিগ্রস্থ পাহাড়িদের উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করা হয়।