আন্তর্জাতিক

আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী কলেজ কমিটি গঠন

আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী কলেজ কমিটি গঠনের লক্ষ্য গতকাল সকাল ১১:৩০টায় রাজশাহী কলেজে এক কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মিসভায় সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ আহ্বায়ক কমিটির সদস্য সাবিত্রী হেমব্রম। উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের শিক্ষক সামশন হাঁসদাক, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নবদ্বীপ লাকড়া, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতী ভূষণ মাহাতো, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা যুগ্ম-আহ্বায়ক হুরেন মুর্মু, আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক নকুল পাহান, চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক দিলীপ পাহান প্রমূখ।
কর্মিসভায় সর্বসম্মতিক্রমে সাবিত্রী হেমব্রম সভাপতি, বিপ্লব টপ্য সাধারণ সম্পাদক এবং পিটার লাকড়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে রাজশাহী কলেজ কমিটি গঠন করা হয়। কমিটি গঠন শেষে নবনির্বাচিত কমিটি কলেজের উপাধ্যক্ষ আল-ফারুক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করে।
কর্মিসভায় বক্তারা বলেন, আদিবাসীদের অধিকার আদায়ের জন্য পড়াশুনার পাশাপাশি আদিবাসী ছাত্র-ছাত্রীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সকলের সংগঠিত আন্দোলন সংগ্রামের মাধ্যমেই আদিবাসীদের অধিকার আদায় সম্ভব। এসময় বক্তারা সারাদেশে আদিবাসীদের উপর বিভিন্ন সময়ে ঘটে যাওয়া ঘটনার সুষ্টু বিচারের দাবি জানান।

Back to top button